হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১ কোটি ৯২ লাখ টাকা মূল্যের ১৫৭৭ গ্রাম স্বর্ণালঙ্কারসহ দুইজনকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
শনিবার (১৯ জুলাই) সকালে বিমানবন্দরের আগমনী এক ও দুই নম্বর ক্যানোপির মাঝামাঝি এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- মো. শরীফুল আলম (৩০) এবং মো. জুবায়ের (৩৬)।
তারা একটি সিলভার রঙের প্রাইভেটকারে বিমানবন্দর এলাকায় অবস্থান করছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে এপিবিএন সদস্যরা তাদের দুইজনকে গাড়িসহ আটক করে। পরে গাড়িতে তল্লাশি চালিয়ে তাদের সিটের মাঝখানে থাকা টুলবক্স থেকে ১৩টি কফি রঙের ছোট ব্যাগ উদ্ধার করা হয়। এসব ব্যাগের ভেতর থেকে সর্বমোট ১৫৭৭ গ্রাম ২২ ক্যারেট মানের স্বর্ণালঙ্কার পাওয়া যায়। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৯২ লাখ ৩৯ হাজার ৪০০ টাকা।
জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছে- তারা দীর্ঘদিন ধরে বিমানবন্দরে সক্রিয় স্বর্ণ চোরাচালান সিন্ডিকেটের সঙ্গে যুক্ত এবং রিসিভার হিসেবে কাজ করছে। এই স্বর্ণালঙ্কারগুলো বিদেশ থেকে আগত অজ্ঞাতনামা যাত্রীদের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে দেশে আনা হয়েছে বলে জানায় তারা। আটকদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (১৩)- এর অপারেশনাল কমান্ডার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, বিমানবন্দর এলাকায় চোরাচালান রোধ ও অন্যান্য অপরাধ দমনে নিয়মিতভাবে অভিযান চালিয়ে যাচ্ছে এপিবিএন। সাম্প্রতিক সময়ে স্বর্ণ চোরাচালানের প্রবণতা আগের চেয়ে বেড়েছে। এই পরিস্থিতিতে যেকোনও ধরনের চোরাচালান প্রতিরোধে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ