২৮ সেপ্টেম্বর, ২০২০ ১৪:২২

ইউপি সদস্যের বিরুদ্ধে টাকা হাতিয়ে নেওয়া অভিযোগ

নাজমুল হুদা, সাভার

ইউপি সদস্যের বিরুদ্ধে টাকা হাতিয়ে নেওয়া অভিযোগ

সাভারের বনগাঁও ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মান্নানের বিরুদ্ধে সরকারি খাস জমি বরাদ্দ দেওয়ার কথা বলে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে ভুক্তভোগীরা সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা নীপার কাছে অভিযোগ দিয়েছেন। 

সোমবার দুপুরে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা নীপার পক্ষে ভুক্তভোগীদের অভিযোগ গ্রহণ করেন উপজেলা প্রশাসনিক কর্মকর্তা খালিদ হোসাইন। 

এবিষয়ে সাভার উপজেলা প্রশাসনিক কর্মকর্তা খালিদ হোসাইন, বলেন বনগাঁও ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডেও ইউপি সদস্য আব্দুল মান্নান হাওলাদার তার ওয়ার্ডে সমাজের অসহায় ব্যক্তিদের সরকারি পাঁচ শতাংশ করে জমি লিখে দেওয়ার কথা বলে প্রত্যেকের কাছ থেকে দশ হাজার থেকে পনের হাজার করে টাকা হাতিয়ে নেন বলে আজ ২০ জন ভুক্তভোগী তাদের কাছে লিখিত অভিযোগ দেন। 

তিনি আরও বলেন, অভিযুক্ত ইউপি সদস্য আব্দুল মান্নান হাওলাদার টাকা নেওয়ার কথা স্বীকার করেছেন। তিনি টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। 

এ বিষয়ে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও শামীম আরা নীপা বলেন, তদন্ত করে ওই ইউপি সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বিডি প্রতিদিন/আবু জাফর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর