সাভারের আশুলিয়ায় দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগে ৪ কিশোরকে আটক করেছে পুলিশ। আজ বুধবার সকালে এক কিশোর ও মঙ্গলবার রাতে তিন কিশোরকে আশুলিয়ার ভাদাইল ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে আটক করা হয়।
ধর্ষণের ঘটনায় আটককৃতরা হলো আলামিন, জাকির, রাকিব ও সারুফ। তাদের সবার বয়স ১৫ থেকে ১৭ বছরের মধ্যে এবং এরা সবাই কিশোর গ্যাংয়ের সদস্য।
জানা যায়, মাসখানেক আগে দুই কিশোরী ঘুরতে যেয়ে কিশোর গ্যাংয়ের সদস্যদের দ্বারা ধর্ষণের শিকার হন। এ ঘটনার ভিডিও তারা মোবাইল ফোনে ধারণ করে রাখে। সম্প্রতি তাদের মধ্যে বিরোধ দেখা দিলে কেউ একজন বিষয়টি প্রকাশ করে দেন।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক আসওয়াদুর রহমান জানান, ভিডিও ফাঁস হওয়ার পরপরই তদন্তে নামে আশুলিয়া থানা পুলিশ। পরে অভিযান চালিয়ে তিন কিশোরকে আটক করে পুলিশ।
বিডি প্রতিদিন/আবু জাফর