১৪ আগস্ট, ২০২২ ১৪:৪৮

মেয়াদোত্তীর্ণ খেজুর ফেলে পালালো বিক্রেতা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

মেয়াদোত্তীর্ণ খেজুর ফেলে পালালো বিক্রেতা

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় ফুটপাতে বসে মেয়াদোত্তীর্ণ খেজুর বিক্রি করছিলেন এক ব্যক্তি। বিষয়টি ধরা পড়ে যাওয়ায় খেজুর ফেলে পালিয়ে যান এ বিক্রেতা।

রবিবার সকালে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া হক প্লাজার সামনে এ ঘটনা ঘটে।

জানা যায়, পালিয়ে যাওয়া বিক্রেতার নাম ইসরাফিল। তিনি ভ্রাম্যমাণ হকার। তবে তার বিস্তারিত পরিচয় কেউ জানাতে পারেনি।

মেয়াদোত্তীর্ণ খেজুর বিক্রেতা পালিয়ে যাওয়ায় স্থানীয়রা প্রায় তিন কার্টন খেজুর ডাস্টবিনে ফেলে দেয়।

মেয়াদোত্তীর্ণের বিষয়টি নজরে আসা ক্রেতা ফয়েজ বলেন, দরদাম করে ২শ’ টাকা কেজি খেজুর কিনেছিলাম। পরে প্যাকেটের গায়ে মেয়াদোত্তীর্ণ দেখে জানতে চাইলে বিক্রেতা সদুত্তর দিতে পারেননি। এ সময় দেখি বাকিগুলোরও মেয়াদ নেই। পরে আশেপাশের আরও মানুষ জড়ো হলে বিক্রেতা পালিয়ে যান।

তিনি জানান, মেয়াদ আলাদা কাগজে বাড়িয়ে স্টিকার আকারে লাগিয়ে পঁচা ও দীর্ঘদিন আগের মেয়াদোত্তীর্ণ খেজুর বিক্রি করছিলেন ওই বিক্রেতা।

যে ভবনের সামনে বিক্রেতা বসতেন সেই ভবনের কেয়ারটেকার রুবেল ও মামুন জানিয়েছেন, বাহিরে হৈচৈ হওয়ার পরে বিক্রেতা ইসরাফিল একটি কার্টন হাতে নিয়ে নিচে আন্ডারগ্রাউন্ডের ভেতরে যান। এরপর কার্টন উপরে রেখে পালিয়ে যান। পরে সেটিও স্থানীয়রা নিয়ে দেখে মেয়াদ নেই।

এ ঘটনার পর নগরীতে ভ্রাম্যমাণ ফলের ও অন্যান্য খাবার বিক্রেতাদের দোকানে অভিযানের দাবি তুলেছেন স্থানীয়রা।

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর