বুধবার, ২০ নভেম্বর, ২০১৩ ০০:০০ টা

প্রাথমিক সমাপনী পরীক্ষা আজ শুরু

দেশব্যাপী আজ থেকে শুরু হচ্ছে 'প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা'। পরীক্ষা চলবে আগামী ২৮ নভেম্বর পর্যন্ত। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দেশের সবচেয়ে বড় এ পাবলিক পরীক্ষায় এ বছর অংশগ্রহণকারী মোট পরীক্ষার্থীর সংখ্যা ২৯ লাখ ৫০ হাজার ১৯৩ জন। এর মধ্যে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নিচ্ছে ২৬ লাখ ৩৫ হাজার ৪০৬ জন ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় ৩ লাখ ১৪ হাজার ৭৮৭ জন। পঞ্চমবারের মতো এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষার সময়কাল প্রতিদিন বেলা ১১টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত। বিগত বছরগুলোতে পরীক্ষার সময় ছিল ২ ঘণ্টা। কিন্তু কোমলমতি শিশুদের সুবিধার্থে এ বছর পরীক্ষার সময় ৩০ মিনিট বৃদ্ধি করে ২ ঘণ্টা ৩০ মিনিট করা হয়েছে। এ ছাড়া বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থীর জন্য অতিরিক্ত আরও ২০ মিনিট সময় বেশি বরাদ্দ রাখা হয়েছে। এ বছর সমাপনী পরীক্ষায় বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থীর সংখ্যা ৩ হাজার ৭৯২। দেশে এবং দেশের বাইরে এ বছর পরীক্ষা কেন্দ্র সর্বমোট ৬ হাজার ৫৭৪টি। দেশের বাইরে মোট ৮টি কেন্দ্র। সেখানে পরীক্ষার্থীর সংখ্যা ৭৭৪ জন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর