বুধবার, ২০ নভেম্বর, ২০১৩ ০০:০০ টা

গরিবের মামলা সরকারি খরচে পরিচালনার সুযোগ

গরিব মানুষের ন্যায়বিচার পাওয়ার অধিকার প্রতিষ্ঠায় সরকারি খরচে মামলা পরিচালনার সুযোগ দিতে জাতীয় সংসদে 'আইনগত সহায়তা প্রদান (সংশোধন) বিল-২০১৩' পাস হয়েছে। এর ফলে দেশের সহায়-সম্বলহীন মানুষকে শ্রম আদালতসহ দেশের চৌকি আদালতে মামলা পরিচালনায় আইনগত সহায়তা পাবেন। এ জন্য আইনগতভাবে লিগ্যাল এইড অফিসার পদ সৃষ্টি করা হবে এবং বিকল্প বিরোধ নিষ্পত্তিতে তাদের কার্যকর ভূমিকা রাখার বিধান রাখা হয়েছে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে গতকাল জাতীয় সংসদে বিলটি কণ্ঠভোটে পাস হয়। আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ বিলটি পাস করার প্রস্তাব করেন। ২০০০ সালে প্রণীত এ সংক্রান্ত আইনে সংশোধনীর প্রস্তাব এনে গত ১০ নভেম্বর বিলটি জাতীয় সংসদে উত্থাপিত হয়। বিলে সরকার কর্তৃক প্রয়োজনীয় সংখ্যক লিগ্যাল এইড অফিসার নিয়োগ এবং তাদরে দায়িত্ব ও কর্তব্য নির্ধারণের বিধান রাখা হয়েছে। তারা বিকল্প বিরোধ নিষ্পত্তিতে কার্যকর ভূমিকা রাখতে পারবেন।

বিলে অসচ্ছল ও গরিব বিচার প্রার্থীদের আইনগত সহায়তা প্রদানের জন্য জাতীয়ভাবে 'সুপ্রিমকোর্ট কমিটি'সহ জেলা কমিটি, উপজেলা কমিটি, ইউনিয়ন কমিটি ও বিশেষ কমিটি গঠনের বিধান রাখা হয়েছে। প্রধান বিচারপতি কর্তৃক মনোনীত হাইকোর্টের একজন বিচারককে কমিটির চেয়ারম্যান হিসেবে মনোনীত হবেন। কমিটিতে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সিনিয়র সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, মানবাধিকার ও সমাজকল্যাণ কার্যক্রম পরিচালনাকারী দুজন সিনিয়র আইনজীবী রাখারও বিধান রাখা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর