প্লট বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির মামলায় নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান এবং সাবেক গণপূর্তমন্ত্রী ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাসকে আগামী ১২ অক্টোবর জিজ্ঞাসাবাদের জন্য দুর্নীতি দমন কমিশনে (দুদক) তলব করা হয়েছে। গতকাল দুদকের উপ-পরিচালক যতন কুমার রায় তাদের জিজ্ঞাসাবাদের জন্য তলব করে নোটিস পাঠান। এদিকে প্রায় ১৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবির ও জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান গোলাম নবীকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। সংস্থাটির জনসংযোগ বিভাগ বাংলাদেশ প্রতিদিনকে বিষয়টি নিশ্চিত করেন। দুদক সূত্র জানায়, ২০০২ সালের ১৬ জুন থেকে ২০০৬ সালের ১০ অক্টোবরের মধ্যে তৎকালীন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আলমগীর কবির কোনো প্রকার আবেদনপত্র ছাড়াই ঢাকায় সাংবাদিক, সাহিত্যিক, সংস্কৃতি কর্মী ও শিল্পীদের নামে আবাসিক এলাকা স্থাপনের নিমিত্তে প্রধানমন্ত্রীর কাছে ডিও লেটার দেন।
ওই লেটারের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়ার জন্য গৃহায়ণ ও গণপূর্ত সচিবের কাছে তা পাঠান। বিষয়টি প্রক্রিয়াধীন থাকা অবস্থায় আলমগীর কবির গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের কাছে দাখিল করা আবেদনপত্রের ওপর সরাসরি ভূমি বরাদ্দের নির্দেশ দেন। তিনি নোটশিটে ঝিলমিল বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের অনুকূলে নকশা করা ভূমি ঢাকা সাংবাদিক সমিতি লিমিটেডকে বরাদ্দ দেন। পরে বিনা কারণে ঝিলমিল বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের নকশা বাতিলপূর্বক অবৈধভাবে অন্যদের বরাদ্দ দেওয়া হয়। সরকারের ১৮ কোটি ৯১ লাখ ৩০ হাজার ৯০০ টাকা মূল্যের ৭ একর জমি মাত্র ৩ কোটি ৩৮ লাখ ৮০ হাজার টাকায় ঢাকা সাংবাদিক সমবায় সমিতি লিমিটেডের অনুকূলে ইজারা/লিজ প্রদানের মাধ্যমে সরকারের ১৫ কোটি ৫২ লাখ ৫০ হাজার ৯০০ টাকার ক্ষতি সাধন করা হয়। দুদক সূত্র জানায়, এর আগে প্লট বরাদ্দের বিষয়ে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের সাবেক চার কর্মকর্তাকে দুদকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়। খোঁজ নিয়ে জানা গেছে, সাক্ষী হিসেবে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান ও সাবেক পূর্তমন্ত্রী মির্জা আব্বাসের বক্তব্য নেবে দুদক। এদিকে প্রায় ১৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবির ও জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান গোলাম নবীকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। সংস্থাটির প্রধান কার্যালয়ে গতকাল বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত তাদের দুজনকে পৃথকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক যতন কুমার রায় তাদের জিজ্ঞাসাবাদ করেন। দৃষ্টি আকর্ষণ করা হলে দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য বাংলাদেশ প্রতিদিনকে এসব তথ্য নিশ্চিত করেন। দুদক সূত্র জানায়, প্রায় সাড়ে ১৫ কোটি টাকা আত্মসাতের দায়ে সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আলমগীর কবিরসহ অন্যদের বিরুদ্ধে দুদকের দায়ের করা মামলার তদন্তে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যানকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এ ছাড়া জিজ্ঞাসাবাদ করা হয়েছে বর্তমান ও সাবেক একাধিক কর্মকর্তাকে। আরও অন্তত ১৫ জন কর্মকর্তাকে শীঘ্রই জিজ্ঞাসাবাদ করা হবে। মামলার তদন্তে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান আবু সাঈদ, সাবেক চেয়ারম্যান এ টি এম আতাউর রহমান, সাবেক চেয়ারম্যান আবদুল খালেক, সাবেক সদস্য মো. ইকরামুজ্জামান, সাবেক নির্বাহী প্রকৌশলী নুরুল ইসলাম, সাবেক নির্বাহী প্রকৌশলী (ঢাকা ডিভিশন-১) মো. রফিকুল ইসলাম, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সহকারী সচিব বেনজামিন হায়দার, সাবেক উপসচিব এফ এম এ মোনায়েম, সাবেক যুগ্ম-সচিব বিজন কান্তি সরকার ও সাবেক সচিব ইকবাল উদ্দিন চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে দুদক সূত্রে জানা গেছে। ৬ মার্চ রাজধানীর শাহবাগ থানায় মামলাটি দুদকের পক্ষ থেকে দায়ের করা হয়। সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবির ছাড়া মামলার বাকি আসামিরা হলেন জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের সদস্য (ভূমি ও সম্পত্তি ব্যবস্থাপনা) মো. আজহারুল হক, মুনসুর আলম ও মতিয়ার রহমান।
শিরোনাম
- বাংলাদেশে চালু হলো অ্যাগ্রো-ইন্ডাস্ট্রি মিডিয়া অ্যাওয়ার্ড
- ধনী দেশগুলো ব্যর্থ প্যারিস চুক্তি বাস্তবায়নে: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৫০৩ মামলা
- রায়ের পর হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন হবে : প্রসিকিউটর
- ঢাকা-গোপালগঞ্জসহ চার জেলায় নিরাপত্তার দায়িত্বে বিজিবি
- মওলানা ভাসানী সবসময় আমাদের প্রেরণার উৎস হয়ে থাকবেন: তারেক রহমান
- ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে কুষ্টিয়ায় ট্রাকে আগুন
- বিএনপি এখনো ইউনূস সরকারের প্রতি আস্থাশীল : রিজভী
- ‘নতুন বাংলাদেশ বিনির্মাণে নারীদের অংশীদারিত্ব’ শীর্ষক গোলটেবিল অনুষ্ঠিত
- শাহরিয়ার আলমের আয়কর নথি জব্দের আদেশ
- পাইলট হওয়ার স্বপ্ন পূরণে পাশে ইউএস-বাংলা
- রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১২
- ‘ফ্যাসিস্ট হাসিনার গণহত্যার রায় ঘিরে একটি মহল নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে’
- তারুণ্যনির্ভর নতুন বাংলাদেশ গঠনে ঠাকুরগাঁওয়ে আলোচনা সভা
- গভীররাতে কাশিয়ানীতে গাছ ফেলে মহাসড়ক অবরোধ
- চট্টগ্রামে শিক্ষা বোর্ড : খাতা চ্যালেঞ্জে ফেল থেকে পাস ৩৯৩ শিক্ষার্থী
- জুলাই শহীদদের পরিচয় শনাক্তে আন্তর্জাতিক ফরেনসিক টিম আসছে ৫ ডিসেম্বর
- শেখ হাসিনার রায় সরাসরি সম্প্রচার করবে বিটিভি
- রাজধানীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ১০ নেতাকর্মী গ্রেফতার
- পাঁচ ব্যাংক একীভূতকরণের বিকল্প ছিল না : গভর্নর
প্লট বরাদ্দে দুর্নীতি
মন্ত্রী শাজাহান খান ও মির্জা আব্বাসকে দুদকে তলব
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর