বিয়ের আগেই হবু বরকে নিয়ে হানিমুন করে বেড়াচ্ছেন পতৌদি পরিবারের কন্যা সোহা আলী খান। হবু বর কুনাল খেমুর সঙ্গে প্রায় দীর্ঘদিন ধরেই একসঙ্গে থাকছেন সোহা। বিভিন্ন সময় বিদেশের নানা জায়গায় অন্তরঙ্গ মুহূর্তে দেখা গেছে এ জুটিকে। সম্প্রতি প্যারিসে অবকাশ যাপনে গিয়েই অাংটি বদল করেছেন সোহা ও কুনাল। এতেই শুরু হয়েছে কানাঘুষা- তাহলে বিয়ের আগেই কি মা হতে চাইছেন সোহা? তবে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, বিয়ের আগে মা হতে চান না তিনি। তার কথা,' বিয়ে না করে দুই থেকে তিন হওয়ার কোনো যৌক্তিকতা নেই।'
বিয়ের আগে মা না হওয়ার যুক্তি তুলে ধরে সোহা বলেন, 'মা হওয়ার জন্য এখনো অনেক সময় রয়েছে। এখন তো ইচ্ছা হলেই ব্যাগ গুছিয়ে ছুটি কাটানোর উদ্দেশ্যে বেরিয়ে পড়া যায়। আর একটা বাচ্চা সামলানো মানে অনেক গুরুদায়িত্ব পালন করা।'
২০০৬ সালে রং দে বসন্তী চলচ্চিত্রে সোনিয়ার চরিত্রে অভিনয় করে দারুণ জনপ্রিয়তা পান সোহা আলী খান। এরপর আরো অনেক ছবিতে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে।
২০১৪ সালে মুক্তি পেয়েছে সোহা অভিনীত মিস্টার জো ভি করভ্যালো। এখন কাজ করছেন চারফুটিয়া চোকারে চলচ্চিত্রে। এ ছাড়া জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক শিবাজী লোটান পাতিলের পরিচালনায় ১৯৮৪ সালের শিখবিরোধী দাঙ্গার প্রেক্ষাপটে নির্মিতব্য একটি ছবিতে কাজ করতে পারেন সোহা আলী খান।