সাভারে বরযাত্রীর গাড়িবহরসহ প্রায় ২৫টি গাড়িতে ডাকাতি হয়েছে। সোমবার দিবাগত মধ্যরাতে সাভারের সিএন্ডবি-আশুলিয়া সড়কের কলমা এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা দেশীয় অস্ত্রের মুখে বরযাত্রীর গাড়িবহরসহ প্রায় ২৫টি গাড়িতে থাকা লোকজনকে আহত করে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মোবাইলফোন ছিনিয়ে নিয়েছে। খবর পেয়ে রাতেই পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে ছুটে যায়। তবে পুলিশ ঘটনার সঙ্গে জড়িত কোনো ডাকাত সদস্যকে আটক কিংবা লুণ্ঠিত মালামাল উদ্ধার করতে পারেনি। বরযাত্রীর গাড়িতে থাকা আরতি সাহা বলেন, আশুলিয়ার রুস্তমপুর এলাকার নারায়ণ সাহার বাড়ি থেকে বর রনি সাহাকে নিয়ে বিয়ে করার জন্য সাভারের আড়াপাড়া যাচ্ছিলাম। রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে সিএন্ডবি-আশুলিয়ার সড়কের কলমা এলাকায় পেঁৗছলে ৩০-৩৫ জনের ডাকাত দল অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সিগন্যাল দেয়। পরে তারা অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মোবাইলফোন ছিনিয়ে নিয়ে যায়। ডাকাতরা তার শরীর থেকে ১০ ভরি স্বর্ণালঙ্কার, বর ও কনের গহনাসহ প্রায় ৫০ ভরি স্বর্ণের গহনা, মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নিয়েছে। তিনি বলেন, পরে আমাদের চিৎকারে এলাকাবাসী বেরিয়ে এলে ডাকাতরা পালিয়ে যায়। এ ব্যাপারে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল বাংলাদেশ প্রতিদিনকে জানায়, বরযাত্রীবাহী গাড়ি ব্যারিকেড দিয়ে গাড়িতে ডাকাতি ও মালামাল লুটপাট করে নেওয়ার ঘটনায় এএসআই সাইফুল ইসলামকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়। তবে এটি ডাকাতি নাকি বিয়ে নিয়ে পূর্ব কোনো শত্রুতার জের ধরে হামলা চালানো হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে সাভার মডেল থানায় একটি ডাকাতি মামলা দায়ের করা হয়েছে।
শিরোনাম
- শেষ মুহূর্তে গোল হজমে জেতা ম্যাচ ড্র করলো বাংলাদেশ
- সাজা শেষে ৭২ প্রবাসীকে দেশে পাঠাল মালয়েশিয়াস্থ হাইকমিশন
- উচ্চকক্ষে পিআর, সংসদের প্রথম ১৮০ দিনে সংবিধান সংশোধন
- আনুষ্ঠানিকভাবে জানানোর পর গণভোট বিষয়ে সিদ্ধান্ত : সিইসি
- সাঈদ খোকন ও তার বোনের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন
- ‘নির্বাচনের দিন গণভোটের ঘোষণায় আওয়ামী লীগের পুনর্বাসনের পথ রুদ্ধ’
- ২৩ নভেম্বর বিপিএলের নিলাম
- মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী ডিকেবিএ’র ওপর মার্কিন নিষেধাজ্ঞা
- ঢাকা ওয়াসার এমডি হলেন আব্দুস সালাম ব্যাপারী
- ২০২৪ সালে যক্ষ্মায় মারা গেছে ১২ লাখ ৩০ হাজার মানুষ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- আটক ৬১৫ অভিবাসীকে মুক্তির নির্দেশ মার্কিন আদালতের
- বান্দরবানের লামায় মশাল মিছিল, গ্রেপ্তার ১
- সংবিধান সংশোধন করে সেনাপ্রধানের ক্ষমতা বাড়ালো পাকিস্তান
- নেত্রকোনায় হুমায়ূন আহমেদের জন্মদিনে হিমু উৎসব
- জকসু নির্বাচন উপলক্ষে ক্যাম্পাসের সব ব্যানার-ফেস্টুন সরানোর নির্দেশ
- সিলেটে প্রভাব নেই লকডাউনের
- আইরিশদের বিপক্ষে ইনিংস জয়ের পথে টাইগাররা
- চিরিরবন্দরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ৭৭ পরিবারের মাঝে ছাগল বিতরণ
- ফিলিস্তিনি ভূখণ্ডে নিরস্ত্র পুলিশ মোতায়েন জার্মানির
- মানুষ নেই, এআই দিয়ে লকডাউন পালন করছে আওয়ামী লীগ : এ্যানি
সাভারে বরযাত্রীবহরে ডাকাতি ৬০ ভরি গহনাসহ মালামাল লুট
সাভার প্
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর