সাভারে বরযাত্রীর গাড়িবহরসহ প্রায় ২৫টি গাড়িতে ডাকাতি হয়েছে। সোমবার দিবাগত মধ্যরাতে সাভারের সিএন্ডবি-আশুলিয়া সড়কের কলমা এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা দেশীয় অস্ত্রের মুখে বরযাত্রীর গাড়িবহরসহ প্রায় ২৫টি গাড়িতে থাকা লোকজনকে আহত করে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মোবাইলফোন ছিনিয়ে নিয়েছে। খবর পেয়ে রাতেই পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে ছুটে যায়। তবে পুলিশ ঘটনার সঙ্গে জড়িত কোনো ডাকাত সদস্যকে আটক কিংবা লুণ্ঠিত মালামাল উদ্ধার করতে পারেনি। বরযাত্রীর গাড়িতে থাকা আরতি সাহা বলেন, আশুলিয়ার রুস্তমপুর এলাকার নারায়ণ সাহার বাড়ি থেকে বর রনি সাহাকে নিয়ে বিয়ে করার জন্য সাভারের আড়াপাড়া যাচ্ছিলাম। রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে সিএন্ডবি-আশুলিয়ার সড়কের কলমা এলাকায় পেঁৗছলে ৩০-৩৫ জনের ডাকাত দল অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সিগন্যাল দেয়। পরে তারা অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মোবাইলফোন ছিনিয়ে নিয়ে যায়। ডাকাতরা তার শরীর থেকে ১০ ভরি স্বর্ণালঙ্কার, বর ও কনের গহনাসহ প্রায় ৫০ ভরি স্বর্ণের গহনা, মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নিয়েছে। তিনি বলেন, পরে আমাদের চিৎকারে এলাকাবাসী বেরিয়ে এলে ডাকাতরা পালিয়ে যায়। এ ব্যাপারে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল বাংলাদেশ প্রতিদিনকে জানায়, বরযাত্রীবাহী গাড়ি ব্যারিকেড দিয়ে গাড়িতে ডাকাতি ও মালামাল লুটপাট করে নেওয়ার ঘটনায় এএসআই সাইফুল ইসলামকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়। তবে এটি ডাকাতি নাকি বিয়ে নিয়ে পূর্ব কোনো শত্রুতার জের ধরে হামলা চালানো হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে সাভার মডেল থানায় একটি ডাকাতি মামলা দায়ের করা হয়েছে।
শিরোনাম
- ‘সড়ক ও মহাসড়কে কোরবানির পশুর হাট বসতে দেওয়া হবে না’
- ইউক্রেনে যুদ্ধ বন্ধে ‘বাধ্যতামূলক শান্তি চুক্তি’ করার আহ্বান চীনের
- পরীক্ষার মুখে ভারতের কূটনৈতিক উচ্চাকাঙ্ক্ষা, রয়টার্সের বিশ্লেষণ
- সাত বছরে ‘সারা’ লাইফস্টাইল
- বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি প্রোগ্রাম চালুর বিষয়ে দ্রুতই সিদ্ধান্ত নেবে ইউজিসি
- তেজগাঁওয়ে এক সপ্তাহ আগে নিখোঁজ হওয়া ব্যক্তির মরদেহ উদ্ধার
- টাইগারদের নতুন পেস বোলিং কোচ টেইট
- ঈদে ৬ দিন মহাসড়কে ট্রাক-কাভার্ড ভ্যান চলাচল বন্ধ
- রাজধানীতে হিটস্ট্রোক সেন্টার উদ্বোধন, মিলবে বিনামূল্যে চিকিৎসা সেবা
- কোরবানির পশু পরিবহনে চালানো হবে ৩ ট্রেন
- সুন্দরবনের ১০ কিলোমিটারের মধ্যে শিল্পপ্রতিষ্ঠান স্থাপনে নিষেধাজ্ঞা, প্রজ্ঞাপন জারি
- ড্রোনের মাধ্যমে ওষুধ সরবরাহ চালু হচ্ছে মালয়েশিয়ায়
- হবিগঞ্জে গরু চরাতে গিয়ে বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু
- সরকারের অনুমতির অপেক্ষায় বিসিসিআই, দ্রুত ফিরছে আইপিএল
- যুদ্ধবিরতির পর ভারতের ৩২টি বিমানবন্দর পুনরায় চালু
- ৩৬৫ বোতল ফেনসিডিলসহ দুই ভাই গ্রেপ্তার
- উচ্চপর্যায়ের নিরাপত্তা বৈঠকে মোদি
- বিচ সকার বিশ্বকাপে সপ্তমবারের মতো চ্যাম্পিয়ন ব্রাজিল
- আলোচনায় বড় অগ্রগতি, ৯০ দিনের জন্য শুল্ক হ্রাসে একমত যুক্তরাষ্ট্র-চীন
- কালবৈশাখী ঝড়ে গাছের ডাল ভেঙে র্যাব সদস্য নিহত
সাভারে বরযাত্রীবহরে ডাকাতি ৬০ ভরি গহনাসহ মালামাল লুট
সাভার প্
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর