শনিবার, ২২ নভেম্বর, ২০১৪ ০০:০০ টা

‘ট্রাইব্যুনাল করে জ্বালানি অপরাধীদের বিচার করা হবে’

গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধির ব্যাপারে সরকার রেকর্ড করেছে। সরকারের ভুল নীতি আর দুর্নীতির দায়ভার পড়বে বিশাল দরিদ্র জনগোষ্ঠীর ওপর। সরকার তার সিদ্ধান্ত থেকে সরে না এলে পাড়ায় পাড়ায় প্রতিরোধ কমিটি গড়ে তোলা হবে। প্রয়োজনে ভবিষ্যতে ট্রাইব্যুনাল করে জ্বালানি অপরাধীদের বিচার করা হবে। গতকাল রাজধানীর পল্টনে মুক্তি ভবনের প্রগতি সম্মেলনকক্ষে ‘গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধির সিদ্ধান্ত : ক্রিয়া-প্রতিক্রিয়া’ শীর্ষক আলোচনা সভায় অংশ নিয়ে দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ ও জ্বালানি বিশেষজ্ঞরা এসব কথা বলেন। গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধির চক্রান্তের প্রতিবাদে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়। এদিকে বিদ্যুৎ ও গ্যাসের দাম বৃদ্ধির সিদ্ধান্তের প্রতিবাদে ডিসেম্বর মাস জুড়ে বাম দলগুলো ধারাবাহিক আন্দোলনে নামছে।
 

সর্বশেষ খবর