দেশের তিনটি উপজেলায় অর্থনৈতিক জোন গড়ে তোলা হচ্ছে। এরই মধ্যে প্রকল্পগুলোর সমীক্ষা কার্যক্রম শেষ হয়েছে। বিশ্বব্যাংকের সাহযোগিতায় এ সমীক্ষা পরিচালনা করা হয়। উপজেলা তিনটি হচ্ছে মৌলভীবাজার জেলার শেরপুর এবং চট্টগ্রাম জেলার মিরসরাই ও আনোয়ারা।
সমীক্ষা অনুযায়ী এ তিনটি অর্থনৈতিক জোন গড়ে তোলা হলে এখানে বিভিন্ন শিল্প-কারখানা স্থাপন ও অন্যান্য অর্থনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি প্রায় ৬ লাখ ৭২ হাজার ৮৭৭ জন লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এর মধ্যে চট্টগ্রামের মিরসরাইয়ে পাঁচ লাখ ৭৮ হাজার ৭৫১ জন, আনোয়ারায় ৫৩ হাজার ৪২০ জন এবং শেরপুরে ৪০ হাজার ৭০৬ জন লোকের কর্মসংস্থান হবে।
গতকাল রাজধানীর এক হোটেলে অনুষ্ঠিত কর্মশালায় এসব তথ্য দেওয়া হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাংলাদেশ অর্থনৈতিক জোন অথরিটি এ কর্মশালার আয়োজন করে। এতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন প্রধান অতিথি এবং প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মশিউর রহমান বিশেষ অতিথি ছিলেন। কর্মশালায় পূর্তমন্ত্রী বলেন, সরকার দারিদ্র্য দূরীকরণ ও অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। অর্থনৈতিক জোন গড়ে তোলার উদ্যোগ গোটা দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। তিনি বলেন, মিরসরাইতে অর্থনৈতিক জোন গড়ে তোলার বিষয়ে তার একটি পরিকল্পনা ছিল যেটি বাস্তবে রূপ পেতে যাচ্ছে। পূর্ত মন্ত্রণালয়ের পক্ষ থেকে এবং ওই অঞ্চলের জনপ্রতিনিধি হিসেবে এ উদ্যোগকে সর্বাÍক সহযোগিতা দেওয়ার কথা জানান তিনি।
প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মশিউর রহমান বলেন, অর্থনৈতিক অগ্রগতির লক্ষ্যে এ ধরনের অঞ্চল গড়ে তুলতে সরকারের রাজনৈতিক অঙ্গীকার প্রয়োজন। প্রধানমন্ত্রীর এ অঙ্গীকার রয়েছে।
বাংলাদেশ অর্থনৈতকি জোন অথরিটির নির্বাহী চেয়ারম্যান ফখরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন পর্বে বক্তৃতা করেন ভূমি প্রতিমন্ত্রী শফিউজ্জামান চৌধুরী (জাভেদ), প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব আবুল কালাম আজাদ ও এফবিসিসিআই’র প্রেসিডেন্ট কাজী আকরাম উদ্দিন আহমেদ।
উল্লেখ্য, দেশের বেকারত্ব দূর করে জিডিপি শতকরা ৮ ভাগ থেকে ১০ ভাগে উন্নীত করে ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়া এবং বেসরকারি বিনিয়োগে জিডিপির ১৯ ভাগ থেকে ৩২ ভাগে উন্নীত করাসহ বেশ কিছু সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে অর্থনৈতিক জোন কর্তৃপক্ষ যাত্রা শুরু করে। এ কর্তৃপক্ষ দেশের সম্ভাবনাময় এলাকায় অর্থনৈতিক জোন গড়ে তোলার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
শিরোনাম
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা
- ইউক্রেনে রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, নিহত ৯
তিনটি অর্থনৈতিক জোন গড়তে সমীক্ষা শেষ
কর্মসংস্থান হবে ছয় লাখ লোকের
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর