দেশের তিনটি উপজেলায় অর্থনৈতিক জোন গড়ে তোলা হচ্ছে। এরই মধ্যে প্রকল্পগুলোর সমীক্ষা কার্যক্রম শেষ হয়েছে। বিশ্বব্যাংকের সাহযোগিতায় এ সমীক্ষা পরিচালনা করা হয়। উপজেলা তিনটি হচ্ছে মৌলভীবাজার জেলার শেরপুর এবং চট্টগ্রাম জেলার মিরসরাই ও আনোয়ারা।
সমীক্ষা অনুযায়ী এ তিনটি অর্থনৈতিক জোন গড়ে তোলা হলে এখানে বিভিন্ন শিল্প-কারখানা স্থাপন ও অন্যান্য অর্থনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি প্রায় ৬ লাখ ৭২ হাজার ৮৭৭ জন লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এর মধ্যে চট্টগ্রামের মিরসরাইয়ে পাঁচ লাখ ৭৮ হাজার ৭৫১ জন, আনোয়ারায় ৫৩ হাজার ৪২০ জন এবং শেরপুরে ৪০ হাজার ৭০৬ জন লোকের কর্মসংস্থান হবে।
গতকাল রাজধানীর এক হোটেলে অনুষ্ঠিত কর্মশালায় এসব তথ্য দেওয়া হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাংলাদেশ অর্থনৈতিক জোন অথরিটি এ কর্মশালার আয়োজন করে। এতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন প্রধান অতিথি এবং প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মশিউর রহমান বিশেষ অতিথি ছিলেন। কর্মশালায় পূর্তমন্ত্রী বলেন, সরকার দারিদ্র্য দূরীকরণ ও অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। অর্থনৈতিক জোন গড়ে তোলার উদ্যোগ গোটা দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। তিনি বলেন, মিরসরাইতে অর্থনৈতিক জোন গড়ে তোলার বিষয়ে তার একটি পরিকল্পনা ছিল যেটি বাস্তবে রূপ পেতে যাচ্ছে। পূর্ত মন্ত্রণালয়ের পক্ষ থেকে এবং ওই অঞ্চলের জনপ্রতিনিধি হিসেবে এ উদ্যোগকে সর্বাÍক সহযোগিতা দেওয়ার কথা জানান তিনি।
প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মশিউর রহমান বলেন, অর্থনৈতিক অগ্রগতির লক্ষ্যে এ ধরনের অঞ্চল গড়ে তুলতে সরকারের রাজনৈতিক অঙ্গীকার প্রয়োজন। প্রধানমন্ত্রীর এ অঙ্গীকার রয়েছে।
বাংলাদেশ অর্থনৈতকি জোন অথরিটির নির্বাহী চেয়ারম্যান ফখরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন পর্বে বক্তৃতা করেন ভূমি প্রতিমন্ত্রী শফিউজ্জামান চৌধুরী (জাভেদ), প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব আবুল কালাম আজাদ ও এফবিসিসিআই’র প্রেসিডেন্ট কাজী আকরাম উদ্দিন আহমেদ।
উল্লেখ্য, দেশের বেকারত্ব দূর করে জিডিপি শতকরা ৮ ভাগ থেকে ১০ ভাগে উন্নীত করে ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়া এবং বেসরকারি বিনিয়োগে জিডিপির ১৯ ভাগ থেকে ৩২ ভাগে উন্নীত করাসহ বেশ কিছু সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে অর্থনৈতিক জোন কর্তৃপক্ষ যাত্রা শুরু করে। এ কর্তৃপক্ষ দেশের সম্ভাবনাময় এলাকায় অর্থনৈতিক জোন গড়ে তোলার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
শিরোনাম
- সুন্দরগঞ্জে মোটরসাইকেল-সিএনজি সংঘর্ষে নিহত ১
- দুধে ঘুমের ওষুধ মিশিয়ে কিশোরী ধর্ষণ, যাবজ্জীবন সাজা
- চট্টগ্রামসহ পাঁচ জেলায় ২০ জুলাই পরিবহণ ধর্মঘট
- ফেসবুক ও মোবাইল ব্যাংকিং হ্যাক করে চলত প্রতারণা, গ্রেফতার ৪
- শিক্ষার্থী সেবায় বাউবির সমন্বিত পরিকল্পনা
- ভালুকায় মা ও দুই শিশুকে গলা কেটে হত্যা: গ্রেফতার দেবর নজরুল
- নির্বাচন ঠেকানোর জন্য ষড়যন্ত্র হচ্ছে : টুকু
- জুলাইয়ে নারীদের সাহসী উত্থান উদযাপনে ঢাকায় মশাল মিছিল
- বাংলাদেশিদের মাল্টিপল এন্ট্রি ভিসা দেবে মালয়েশিয়া
- মালয়েশিয়ায় নৌকাডুবিতে নিখোঁজ ১১
- নীতি সুদহার কমিয়ে ৮ শতাংশ করলো বাংলাদেশ ব্যাংক
- ঢামেক হাসপাতালের সামনে থেকে দুই দালাল আটক
- ব্যবসায়ী সোহাগ হত্যা: আসামি মহিন দ্বিতীয় দফায় রিমান্ডে
- সরকারি হলো আরও এক বিদ্যালয়
- মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ
- বিএনপি সংঘাতের উস্কানির ফাঁদে পা দেবে না : প্রিন্স
- পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী
- ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২০ রাজ্যের মামলা
- মিয়ানমারের রাষ্ট্রদূতের সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠক
- শান্তির হ্যাটট্রিকে বাংলাদেশের জয়ের হ্যাটট্রিক
তিনটি অর্থনৈতিক জোন গড়তে সমীক্ষা শেষ
কর্মসংস্থান হবে ছয় লাখ লোকের
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর