দেশের তিনটি উপজেলায় অর্থনৈতিক জোন গড়ে তোলা হচ্ছে। এরই মধ্যে প্রকল্পগুলোর সমীক্ষা কার্যক্রম শেষ হয়েছে। বিশ্বব্যাংকের সাহযোগিতায় এ সমীক্ষা পরিচালনা করা হয়। উপজেলা তিনটি হচ্ছে মৌলভীবাজার জেলার শেরপুর এবং চট্টগ্রাম জেলার মিরসরাই ও আনোয়ারা।
সমীক্ষা অনুযায়ী এ তিনটি অর্থনৈতিক জোন গড়ে তোলা হলে এখানে বিভিন্ন শিল্প-কারখানা স্থাপন ও অন্যান্য অর্থনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি প্রায় ৬ লাখ ৭২ হাজার ৮৭৭ জন লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এর মধ্যে চট্টগ্রামের মিরসরাইয়ে পাঁচ লাখ ৭৮ হাজার ৭৫১ জন, আনোয়ারায় ৫৩ হাজার ৪২০ জন এবং শেরপুরে ৪০ হাজার ৭০৬ জন লোকের কর্মসংস্থান হবে।
গতকাল রাজধানীর এক হোটেলে অনুষ্ঠিত কর্মশালায় এসব তথ্য দেওয়া হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাংলাদেশ অর্থনৈতিক জোন অথরিটি এ কর্মশালার আয়োজন করে। এতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন প্রধান অতিথি এবং প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মশিউর রহমান বিশেষ অতিথি ছিলেন। কর্মশালায় পূর্তমন্ত্রী বলেন, সরকার দারিদ্র্য দূরীকরণ ও অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। অর্থনৈতিক জোন গড়ে তোলার উদ্যোগ গোটা দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। তিনি বলেন, মিরসরাইতে অর্থনৈতিক জোন গড়ে তোলার বিষয়ে তার একটি পরিকল্পনা ছিল যেটি বাস্তবে রূপ পেতে যাচ্ছে। পূর্ত মন্ত্রণালয়ের পক্ষ থেকে এবং ওই অঞ্চলের জনপ্রতিনিধি হিসেবে এ উদ্যোগকে সর্বাÍক সহযোগিতা দেওয়ার কথা জানান তিনি।
প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মশিউর রহমান বলেন, অর্থনৈতিক অগ্রগতির লক্ষ্যে এ ধরনের অঞ্চল গড়ে তুলতে সরকারের রাজনৈতিক অঙ্গীকার প্রয়োজন। প্রধানমন্ত্রীর এ অঙ্গীকার রয়েছে।
বাংলাদেশ অর্থনৈতকি জোন অথরিটির নির্বাহী চেয়ারম্যান ফখরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন পর্বে বক্তৃতা করেন ভূমি প্রতিমন্ত্রী শফিউজ্জামান চৌধুরী (জাভেদ), প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব আবুল কালাম আজাদ ও এফবিসিসিআই’র প্রেসিডেন্ট কাজী আকরাম উদ্দিন আহমেদ।
উল্লেখ্য, দেশের বেকারত্ব দূর করে জিডিপি শতকরা ৮ ভাগ থেকে ১০ ভাগে উন্নীত করে ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়া এবং বেসরকারি বিনিয়োগে জিডিপির ১৯ ভাগ থেকে ৩২ ভাগে উন্নীত করাসহ বেশ কিছু সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে অর্থনৈতিক জোন কর্তৃপক্ষ যাত্রা শুরু করে। এ কর্তৃপক্ষ দেশের সম্ভাবনাময় এলাকায় অর্থনৈতিক জোন গড়ে তোলার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
শিরোনাম
- মেসিময় ম্যাচে অ্যাঙ্গোলাকে হারাল বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
- আল্লাহ ছাড়া কারও সৃষ্টির ক্ষমতা নেই
- প্রকৃতির সঙ্গে কী সম্পর্ক চাই
- বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী কামিনী কৌশলের মৃত্যু
- খিলগাঁওয়ে কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা
- ফিলিস্তিন রাষ্ট্রদূতের নৈশভোজে বিএনপি নেতাদের অংশগ্রহণ
- শাকসু নির্বাচন ১৭ ডিসেম্বর
- কুমিল্লায় ৬২ স্কুলের দুই সহস্রাধিক শিক্ষার্থীর বৃত্তি পরীক্ষা
- প্রত্যাহার করা ২০ ডিসিকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে পদায়ন
- মৃত্যুর দুই বছর পর বীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি
- কালিগঞ্জে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত
- পিরোজপুর সরকারি কলেজে ভাঙচুর: ভিডিওধারণকারী ছাত্রদল নেতা বহিষ্কার
- মুন্সীগঞ্জে তারেক রহমানের ৩১ দফা প্রচারে লিফলেট বিতরণ
- ‘লিটল স্টারের’ বিচারকের আসনে কারা?
- নাশকতার চেষ্টা, গ্রেফতার আওয়ামী লীগের ৫ নেতাকর্মী
- ‘দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে ময়দানে আপোষহীন থাকতে হবে’
- প্রকাশ হলো মাহমুদ মানজুরের বই ‘গীতিজীবন’
- ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার দাবি দুলুর
- গোপনে অ্যাপে সংগঠিত হচ্ছে দুর্বৃত্তরা, ৫০ থানায় নিরাপত্তা জোরদার
- ‘বিদেশিদের প্রেসক্রিপশনে এদেশের মানুষ চলতে চায় না’
তিনটি অর্থনৈতিক জোন গড়তে সমীক্ষা শেষ
কর্মসংস্থান হবে ছয় লাখ লোকের
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর