বিশ্বের মুসলিমপ্রধান ৫৭ দেশের সহযোগিতা সংস্থা ওআইসির মহাসচিব আয়াদ আমীন মাদানি আজ চার দিনের সফরে ঢাকা আসছেন। ওআইসির দশম মহাসচিব হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটাই তার প্রথম ঢাকা সফর। বাংলাদেশের সঙ্গে ওআইসির সহযোগিতা জোরদার ও সম্প্রসারিত করাই তার সফরের লক্ষ্য। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ঢাকা সফরে পাঁচ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন সৌদি আরবের সাবেক মন্ত্রী আয়াদ আমীন মাদানি। আগামীকাল তিনি পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী ও পররাষ্ট্র সচিব শহিদুল হকের সঙ্গে বৈঠক করবেন। ওআইসি মহাসচিব সফরে রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সঙ্গে সাক্ষাৎ ও বৈঠক করবেন। এ ছাড়া কয়েকটি সংস্থা ও প্রতিষ্ঠান পরিদর্শনও করবেন তিনি।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্যালেস্টাইনের আল-আকসা মসজিদে সন্ত্রাসী আক্রমণের পরিপ্রেক্ষিতে ১৯৬৯ সালে মরক্কোর রাবাতে একটি সম্মেলনের মাধ্যমে গঠিত হয় জাতিসংঘের পর দ্বিতীয় বৃহত্তম আন্তর্জাতিক সংস্থা ওআইসির। বিশ্ব শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে মুসলিম বিশ্বের স্বার্থ রক্ষাই ওআইসির উদ্দেশ্য। গত বছরের ফেব্রুয়ারিতে মিসরে অনুষ্ঠিত শীর্ষ সম্মেলনে ওআইসির মহাসচিব হিসেবে আয়াদ আমীন মাদানি নির্বাচিত হন। গত ১ জানুয়ারি তিনি দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব নিয়েই তিনি যেসব দেশ সফরের সিদ্ধান্ত নেন বাংলাদেশ তার একটি। -কূটনৈতিক প্রতিবেদক