মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

শিক্ষক-কর্মচারীদের অনশন অব্যাহত

আশ্বাস ছাড়া কিছুই পাননি দাবি তাদের

নিজস্ব প্রতিবেদক

এমপিওভুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে আমরণ অনশন কর্মসূচি অব্যাহত রেখেছে এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশন। ২৮ অক্টোবর থেকে এ কর্মসূচি চলছে।

দাবি না মানা পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ননএমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী ফেডারেশন সভাপতি মো. এশরাত আলী। গতকালও জাতীয় প্রেসক্লাবের সামনে তারা অনশন করেন। এ সময় সংগঠনের সভাপতি অধ্যক্ষ মো. এশারত আলী বলেন, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, কারিগরি ও মাদ্রাসার প্রায় ৮ হাজার শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি স্বীকৃতিপ্রাপ্ত। এসব প্রতিষ্ঠানে প্রায় ১ লাখ ২০ হাজার শিক্ষক-কর্মচারী ১০-১৫ বছর ধরে বিনা বেতনে চাকরি করে আসছেন। কিন্তু এসব প্রতিষ্ঠান এমপিওভুক্ত না হওয়ায় শিক্ষক-কর্মচারীরা মানবেতর জীবনযাপন করছেন। তিনি বলেন, অর্থবরাদ্দ না থাকার অজুহাত দেখিয়ে স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হচ্ছে না। শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করলেও আশ্বাস ছাড়া কোনো অগ্রগতি জানাতে পারেননি তিনি। শিক্ষক কর্মচারী ফেডারেশনের দাবিগুলোর মধ্যে রয়েছে স্বীকৃতিপ্রাপ্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তি, যোগদানের তারিখ হতে বয়স গণনা করা, নতুন শিক্ষাপ্রতিষ্ঠানের স্বীকৃতি ও পাঠদান বন্ধ রাখা, এমপিও প্রদানে কোনো ধরনের অনিয়ম, পক্ষপাত ও ঘুষ-দুর্নীতি বন্ধ করা এবং স্বীকৃতিপ্রাপ্ত ননএমপিও শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের ইনডেক্স নম্বর প্রদান।

 

সর্বশেষ খবর