শনিবার, ২১ মে, ২০১৬ ০০:০০ টা

শিক্ষায় কলেজ র‌্যাঙ্কিং ভূমিকা রাখবে : শিক্ষামন্ত্রী

গাজীপুর প্রতিনিধি

শিক্ষায় কলেজ র‌্যাঙ্কিং ভূমিকা রাখবে : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, উচ্চশিক্ষার উদ্দেশ্য হচ্ছে বিশ্বমানের শিক্ষাদান, জ্ঞানের সৃষ্টি, জ্ঞান বিতরণ, শিক্ষার্থীদের মধ্যে অনুসন্ধিত্স্যু মন সৃষ্টি এবং তাদের মানবিক গুণাবলী অর্জনে সহায়তা দান। যেখানে প্রতিযোগিতা নেই, সেখানে সাফল্য ও অগ্রগতির সম্ভাবনাও থাকে না। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ৬৮৫টি স্নাতক (সম্মান) কলেজের র‌্যাঙ্কিং এবং শীর্ষস্থানীয় কলেজগুলোকে আনুষ্ঠানিকভাবে সম্মাননা ও পুরস্কার প্রদানের উদ্যোগকে আমি স্বাগত জানাই। আমাদের শিক্ষার মানোন্নয়নে এটি ভূমিকা পালন করবে।

গতকাল জাতীয় জাদুঘর প্রধান মিলনায়তনে জাতীয় বিশ্ববিদ্যালয় কলেজ র‌্যাঙ্কিং ২০১৫ এ নির্বাচিত কলেজসমূহকে সম্মাননা স্মারক, সনদ ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান।

সর্বশেষ খবর