রবিবার, ১০ জুলাই, ২০১৬ ০০:০০ টা

ঈদের ছুটিতে তিন দিনে মারা গেছে শিশুসহ ২২ রোগী

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

ঈদের ছুটিতে তিন দিনে মারা গেছে শিশুসহ ২২ রোগী

ঈদের আগে-পরে তিন দিন বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ৪১২ জন রোগীর নাম কেটে দেওয়া হয়েছে। যাদের বেশির ভাগের নাম কেটে দেওয়া হয়েছে পুরোপুরি সুস্থ হয়ে ওঠার আগে, অভিযোগ রোগী ও তাদের স্বজনদের। এই সময়ে চিকিৎসা না পেয়ে হাসপাতাল ছেড়ে অন্যত্র চলে গেছেন ৪৫ জন। এ হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার নামে ঢাকার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে ৩৫ জন রোগীকে। আর ঈদের আগে-পরের তিন দিন শেরেবাংলা মেডিকেলে মারা গেছেন ২২ জন রোগী। এর মধ্যে ছয়জন শিশু। যদিও অন্যান্য সময়ের তুলনায় হাসপাতালে রোগীর সংখ্যা ছিল প্রায় অর্ধেক। ৬ জুলাই (ঈদের আগের দিন) শেরেবাংলায় রোগী ভর্তি ছিলেন ৮৪৩ জন। এর মধ্যে দুই শিশুসহ ছয়জন মারা গেছেন। চিকিৎসা না পেয়ে স্বেচ্ছায় হাসপাতাল ছেড়ে প্রাইভেট হাসপাতাল কিংবা ক্লিনিকে চলে গেছেন ১৩ জন রোগী। উন্নত চিকিৎসার নামে এখান থেকে ঢাকায় পাঠানো হয়েছে সাতজনকে।

নতুন করে রোগী ভর্তি হওয়ার পর ঈদের দিন (৭ জুলাই) শেরেবাংলা মেডিকেলে চিকিৎসাধীন ছিলেন ৮৪৪ জন। এর মধ্যে মারা গেছেন দুই শিশুসহ ১২ জন। চিকিৎসা না পেয়ে হাসপাতাল ছেড়ে অন্যত্র চলে গেছেন ১৫ রোগী। উন্নত চিকিৎসার নামে  ঈদের দিন ঢাকায় পাঠানো হয়েছে ১৪ জনকে।

ঈদের পরদিন (৮ জুলাই) শেরেবাংলা মেডিকেলে রোগী ভর্তি ছিলেন ৯২৮ জন। এ দিন দুই শিশুসহ মারা গেছেন চারজন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর