সোমবার, ৩ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

প্রেমের ফাঁদে ফেলে পণ আদায়ের চেষ্টা, নারীসহ চারজন আটক

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে প্রেমের ফাঁদে ফেলে আবদুর রহিম নামে এক ব্যবসায়ীকে আটকে রেখে দেড় লাখ টাকা মুক্তিপণ আদায়ের চেষ্টার অভিযোগে নারীসহ চারজনকে আটক করেছে র‌্যাব। আটকরা হলেন, নগরীর ডিঙাডোবার আবদুর রাজ্জাকের স্ত্রী শোভা খাতুন (২৩), ভদ্রার শহর আলীর ছেলে মো. জাহিদ (৩০), শিরোইলের খালেক মাতবরের ছেলে আকবর আলী (১৮) এবং একই এলাকার আইয়ুব আলীর ছেলে মো. ডলার (১৯)। সন্ধ্যায় র‌্যাব-৫ এর সদর দফতরে সংবাদ সম্মেলনে তাদের সবাইকে সাংবাদিকদের সামনে হাজির করা হয়।

সংবাদ সম্মেলনে র‌্যাব-৫ এর স্কোয়াড্রন লিডার কেবিএম মোবাশ্বের রহিম জানান, সম্প্রতি প্রতারক চক্রের মূলহোতা শোভা খাতুনের সঙ্গে ব্যবসায়ী আবদুর রহিমের মোবাইলে পরিচয় হয়। এরপর আবদুর রহিমকে প্রেমের ফাঁদে ফেলে শনিবার শোভা তাকে তার বাসায় ডাকেন। রহিম সেখানে যান। আগ থেকেই অপেক্ষায় ছিলেন জাহিদ, আকবর ও ডলার। তারা রহিমকে জোর করে ওই বাসায় আটকে রাখেন। এরপর তারা ভয়ভীতি দেখিয়ে শোভা খাতুনের সঙ্গে মোবাইলে তার অশ্লীল ছবি ও ভিডিও ধারণ করে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর