শিরোনাম
শনিবার, ২২ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

অভিযান শেষে পাল্টে যায় সবজির দাম

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

অভিযান শেষে পাল্টে যায় সবজির দাম

বাজারদর

তদারকির মুখে চট্টগ্রামের পাইকারি বাজারে সবজির দাম কিছুটা কমলেও অভিযান শেষ হতেই আগের অবস্থায় ফিরে গেছে বাজারদর। গতকাল সকালে নগরীর কাঁচা পণ্যের বৃহত্তম পাইকারি বাজার রিয়াজউদ্দিন বাজার, বিবিরহাট কাঁচাবাজার, ফইল্যাতলী কাঁচাবাজার, কর্ণফুলী কমপ্লেক্স কাঁচাবাজার, চকবাজার কাঁচাবাজার ও কাজীর দেউড়ি কাঁচাবাজারে অভিযান চালায় চট্টগ্রাম জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। সরেজমিনে গিয়ে দেখা যায়, সকালে বাজার মনিটরিং কমিটির অভিযানের মুখে সবজির দাম প্রতি কেজিতে ৫ থেকে ১০ টাকা কমলেও বিকালে আগের দামেই বিক্রি করছেন বিক্রেতারা। অভিযানের সময় খুচরা ও পাইকারি ব্যবসায়ীদের মূল্য তালিকা টাঙ্গানো, সবজি কেনার রসিদ রাখাসহ কয়েকটি নির্দেশনা দেয় বাজার মনিটরিং কমিটি। অভিযানে নেতৃত্ব দেওয়া চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির রাহমান সানি বলেন, ‘বাজারে সবজির দাম অনেক বেশি। ব্যবসায়ীরা বেশি দামে সবজি কেনার কথা বললেও কেনার রসিদ দেখাতে পারেননি। আজকে আমরা কাউকে জেল-জরিমানা করিনি। অতিরিক্ত মুনাফা না করার বিষয়ে সবাইকে সতর্ক করে দিয়েছি। এর পর থেকে অভিযানে অতিরিক্ত মুনাফাকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেব।’ বিকালে রিয়াজউদ্দিন বাজার ঘুরে দেখা যায়, কাঁকরোল, ঝিঙে, করলা, ঢেঁড়স ও বরবটি প্রতি কেজি ৭০ টাকায় বিক্রি হচ্ছে, যেগুলো সকালের দিকে ৫ টাকা কমে বিক্রি হয়।

এ ছাড়াও টমেটো বিক্রি হচ্ছে আগের দামে ৮০ টাকায়। শিম কেজিতে ২০ টাকা বেড়ে এখন বিক্রি হচ্ছে ১৪০ টাকা। শীতের সবজি মুলা পাওয়া যাচ্ছে ৬০ টাকা কেজি। প্রতি কেজি কাঁচা মরিচ আগের ১১০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। সকালে এক দাম ও বিকালে আরেক দাম কেন— জানতে চাইলে রিয়াজউদ্দিন বাজারের চৈতন্য গলির সবজির খুচরা বিক্রেতা সবুর মিয়া বলেন, বাজারে সবজি কমে গেলে দাম একটু বাড়ে। সকালে সবজির সরবরাহ ভালো ছিল। রিয়াজউদ্দিন বাজারের মুরগিহাটা লেনের মেসার্স চেয়ারম্যান আড়তের কর্মকর্তা মো. নুরুল ইসলাম বলেন, ‘সপ্তাহ দুয়েক আগে হওয়া গুঁড়ি গুঁড়ি বৃষ্টি সবজি খেতের ব্যাপক ক্ষতি করেছে।

সর্বশেষ খবর