আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি আল মাহমুদের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর কবরে ফাতিহা পাঠ ও জিয়ারতের আয়োজন করেছে কবি আল মাহমুদ স্মৃতি সংসদ, ব্রাহ্মণবাড়িয়া। গতকাল সকালে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার মৌড়াইল পারিবারিক কবরস্থানে কবির কবর জিয়ারত ও দোয়া অনুষ্ঠিত হয়। কবর জিয়ারত পরিচালনা করেন স্মৃতি সংসদের সভাপতি কাজী সিরাজুল ইসলাম।
কবি আল মাহমুদ ১৯৩৬ সালের ১১ জুলাই ব্রাহ্মণবাড়িয়ার মৌড়াইল গ্রামে জন্মগ্রহণ করেন।
তিনি ২০১৯ সালের ১৫ ফেব্রুয়ারি ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।