মঙ্গলবার, ১৪ মার্চ, ২০১৭ ০০:০০ টা

ব্যাংকে ঋণ আবেদনে ২০০ টাকার বেশি চার্জ নেওয়া যাবে না

কেন্দ্রীয় ব্যাংক থেকে সব বাণিজ্যিক ব্যাংকে চিঠি

নিজস্ব প্রতিবেদক

ব্যাংকগুলোয় ঋণ আবেদনে কোনো ধরনের গোপন চার্জ ফি আদায় না করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নির্দেশনায় বলা হয়েছে, ঋণ আবেদনে ২০০ টাকার বেশি চার্জ আদায় করা যাবে না। এই নির্দেশনা দিয়ে গতকাল কেন্দ্রীয় ব্যাংক থেকে সব বাণিজ্যিক ব্যাংকে চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, আমানতকারী, বিনিয়োগকারী ও গ্রাহকের স্বার্থ সংরক্ষণে ব্যাংক কর্মকাণ্ডে কিছু চার্জ বা ফি ধার্য যৌক্তিকীকরণ করতে হবে। সাম্প্রতিক সময়ে কটেজ, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে ঋণের আবেদনে গ্রাহকের কাছ থেকে ভিন্ন ভিন্ন নামে চার্জ আদায় করা হচ্ছে। এতে গ্রাহকদের ঠকানো হচ্ছে। এখন থেকে কোনো ধরনের চার্জ বা ফি আদায় করতে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা পরিপালন করতে হবে। গ্রাহকের ঋণ আবেদনে ফি ২০০ টাকার বেশি হবে না। ডকুমেন্ট ফি, সিআইবি চার্জ, স্ট্যাম্প চার্জ, আইনি ও জামানত মূল্যায়ন ফি প্রকৃত ব্যয়ের ভিত্তিতে করতে হবে। যে চার্জ ধার্য করা হবে সেটা স্পষ্টভাবে গ্রাহককে জানাতে হবে। ঋণ সমন্বয়ের ক্ষেত্রে মেয়াদ পূর্তির আগে আদায় করা যাবে না। একই সঙ্গে ঋণ হিসাব থেকে চার্জ কাটা যাবে না।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর