মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

রাজনৈতিক স্থিতিশীলতা উন্নয়ন ত্বরান্বিত করে : রাষ্ট্রপতি

কিশোরগঞ্জ প্রতিনিধি

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, উন্নয়নের জন্য স্থিতিশীলতা অপরিহার্য। রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা উন্নয়নকে ত্বরান্বিত করে। পক্ষান্তরে অস্থিতিশীলতা উন্নয়নকে করে বাধাগ্রস্ত। গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় বিভিন্ন রাজনৈতিক দল থাকবে, মতাদর্শের পার্থক্য থাকবে—এটাই স্বাভাবিক, এটাই গণতন্ত্রের সৌন্দর্য। ব্যক্তি, গোষ্ঠী বা দলীয় স্বার্থের কারণে জাতীয় উন্নয়ন যেন ব্যাহত না হয় সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। তিনি গতকাল বিকালে কিশোরগঞ্জের বাজিতপুরে বাজিতপুর কলেজের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। রাষ্ট্রপতি আরও বলেন, দুর্নীতি সমাজের এক অভিশাপ। জনসংখ্যার একটা ক্ষুদ্র অংশের অনিয়ম ও দুর্নীতির কারণে সংখ্যাগরিষ্ঠ জনগণ বিড়ম্বনার সম্মুখীন হবে এটা হতে পারে না।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর