মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

রাজশাহীতে রবীন্দ্র উৎসব শুক্রবার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

দেশের বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী, রবীন্দ্র গবেষক ও অনুরাগীদের নিয়ে রাজশাহীতে আগামী শুক্রবার শুরু হচ্ছে দুই দিনব্যাপী রবীন্দ্র উৎসব-১৪২৪। জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ রাজশাহী শাখা এই উৎসবের আয়োজন করছে। গতকাল রাজশাহী সাধারণ গ্রন্থাগারে আয়োজিত সংবাদ সম্মেলনে উৎসব সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ রাজশাহী শাখার সভাপতি তাপস মজুমদার। তিনি জানান, আগামী ১৩ অক্টোবর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উৎসবের উদ্বোধনী অধিবেশন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের সভাপতি ড. সনজীদা খাতুন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর