বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

বিদ্যুৎ বেসরকারিভাবে দেওয়া উচিত নয়

—— মোহাম্মদ ফরাসউদ্দিন

নিজস্ব প্রতিবেদক

বিদ্যুৎ বেসরকারিভাবে দেওয়া উচিত নয়, বরং বিদ্যুৎ উত্পাদনের শতভাগ সরকারি উদ্যোগে করার পক্ষে মত দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন। এর কারণ ব্যাখ্যা করে এই অর্থনীতিবিদ বলেছেন, রাজনীতিতে যিনি আজকে সরকারের বন্ধু, তিনি আগামীকাল বা সরকার পরিবর্তন হলে যে সরকারের বিপক্ষের লোক হয়ে যাবেন না, তার কোনো নিশ্চয়তা নেই। তাই এই একটি খাতে সরকারের প্রাধান্য থাকা উচিত। গতকাল রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) আয়োজিত দুই দিনব্যাপী ‘রিসার্চ অ্যালামনাক ২০১৭’ শীর্ষক সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন ড. মোহাম্মদ ফরাসউদ্দিন।

 

সর্বশেষ খবর