রবিবার, ২৪ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

বসুন্ধরায় জমজমাট শিশুপণ্য মেলা

নিজস্ব প্রতিবেদক

দোকানে সাজানো শিশুদের জন্য খেলনা প্লেন, মুখোশ, গাড়িসহ বিভিন্ন পণ্য। অন্য দোকানে গিয়ে দেখা যায় শিশুদের জন্য পুষ্টিকর বিভিন্ন খাবার। এ ছাড়া রয়েছে শিশুদের পোশাক, বইসহ বিভিন্ন জিনিস। শুধু তা-ই নয়, শিশুদের নিয়মিত পরিচর্যায় মা’দের তথ্য দিয়ে সহযোগিতা করছেন চিকিত্সকরা। গতকাল রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত শিশুপণ্য মেলার শেষ দিনের চিত্র ছিল এটি। বেসরকারি প্রতিষ্ঠান আই স্টেশনের উদ্যোগে নেওয়া হয়েছে এ উদ্যোগ। মেলা ঘুরে দেখা যায়, আইসিসিবির একটি হলে চলছে শিশুদের জন্য বাহারি পণ্যের মেলা আর অন্যটিতে চলছে বিভিন্ন রকমের শো। পাপেট শো, মানকি শো’র মজাদার আয়োজনে উচ্ছ্বাসে ভাসছিল শিশুরা। আর মেলায় গিয়ে দেখা যায়, ৩৬টি স্টল সাজানো হয়েছে শিশুদের বিভিন্ন রকমের খেলনা আর প্রয়োজনীয় পণ্য দিয়ে। বাবা-মার সঙ্গে বিভিন্ন বয়সের শিশুরা এসেছে মেলায়। ঘুরে দেখছে মেলা, কিনছে পছন্দের খেলনা। বেশ কিছু পণ্যে মূল্য হ্রাস থাকায় স্টল থেকে প্রয়োজনীয় স্বাস্থ্যসম্মত পণ্য কিনতে দেখা যায় অভিভাবকদের। মেলায় দুই সন্তানকে সঙ্গে নিয়ে এসেছেন আশরাফ-মাহমুদা দম্পতি। বড় ছেলের বয়স পাঁচ বছর আর ছোট মেয়ের বয়স এক বছর। স্টল থেকে বসুন্ধরা ডায়াপ্যান্ট কিনছিলেন তারা। মেলায় কেনাকাটার বিষয়ে জানতে চাইলে বলেন, ‘স্টল থেকে নিজেরা দেখে পণ্যটি কিনতে পারছি। কোনো ধরনের ভুল পণ্য নেওয়ার আশঙ্কা নেই। অন্য মেলা বা শপিং মলে গেলে শিশুরা থাকতে চায় না আর এখান থেকে ওদের কীভাবে নিয়ে যাব তা নিয়ে চিন্তায় আছি। ওরা বেশ কিছু শো দেখেছে আর অনেক খেলনাও কিনেছে।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর