Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : বৃহস্পতিবার, ১৭ মে, ২০১৮ ০০:০০ টা
আপলোড : ১৬ মে, ২০১৮ ২৩:৪০

সিলেটে ভুয়া মা সেজে অভিনব প্রতারণা

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটে ভুয়া মা সেজে অভিনব প্রতারণা

মা সেজে তিন শিশুকে ব্রাজিলে নিয়ে যাওয়ার সময় আটক হয়েছেন এক প্রবাসীর স্ত্রী। সম্প্রতি সিলেটের ছোটদেশ গ্রামের ফয়ছল আহমদ ও ফাতেহা বেগম  অন্যের সন্তান আশরাফ (১২), সুহেল  (১৪) ও রেদওয়ানের (১০) পাসপোর্ট করতে দেন। তবে পুলিশি তদন্তে তাদের প্রতারণার তথ্য সামনে চলে আসে। পরে ফাতেমা বেগমকে আটক করে পুলিশ। ফয়ছল বর্তমানে ব্রাজিলে থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি। ২০১৬ সালের ১৬ অক্টোবর ফোনের মাধ্যমে ফাতেহার সঙ্গে তার বিয়ে হয়।

 


আপনার মন্তব্য