পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী দিনাজপুরে বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে সবাইকে আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং উন্নয়নের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত ও উন্নয়নের ধারা চলমান রাখতে নৌকায় ভোট দিয়ে পুনরায় জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে।
গতকাল দুপুরে ২ কোটি ৩৩ লাখ টাকা ব্যয়ে চিরিরবন্দর মহিলা কলেজের নবনির্মিত ৪ তলা ভবনের ফলক উন্মোচন শেষে কলেজ চত্বরে আয়োজিত অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। মন্ত্রী উপজেলার মাদারগঞ্জ হতে বুড়িরহাট চিবুকামন্দির যাওয়ার রাস্তা, বেকিপুল হতে বৈদেশীহাট রাস্তা, বলাইবাজার হতে ছোট হাশিমপুর রাস্তা, ঘণ্টাঘর হতে কালিতলা রাস্তা, ভূষিরবন্দর ছোট ব্রিজ হতে কাচিনিয়া রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন, নবনির্মিত নতুন খাদ্যগুদামের উদ্বোধন, ভূষিরবন্দর উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত উদ্বোধন ও তেঁতুলিয়া ইউনিয়নকে শতভাগ বিদ্যুতায়ন ঘোষণা শেষে ভূষিরবন্দর পাঠাগার ও ক্লাব মাঠে তেঁতুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ আয়ুবর রহমান শাহের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আহসানুল হক মুকুল। সভায় বিশেষ অতিথি ছিলেন পররাষ্ট্রমন্ত্রীর সহধর্মিণী মিসেস শাহিন আলী, দিনাজপুর শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবু বক্কর ছিদ্দিক, দিনাজপুর শিক্ষা প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনজুরুল হক প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন চিরিরবন্দর মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিখিল রঞ্জন রায়।
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        