অজ্ঞাত রোগীর সেবা নিশ্চিত করতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থাপিত দেশের প্রথম ‘বিশেষ সেল’ ব্যাপক প্রশংসিত হয়েছে। এতে করে অভিভাবকহীন এসব রোগীদের চিকিৎসা নিশ্চিতের বিষয়টি গতি পাবে। বিনা চিকিৎসায় এসব রোগীদের আর মৃত্যুবরণ করতে হবে না। কয়েকটি বেসরকারি সংগঠনের সহযোগিতায় স্থাপিত চট্টগ্রাম মেডিকেলের এই উদ্যোগকে অনুকরণীয় উল্লেখ করে এতে বিভিন্ন দাতব্য সংগঠন ও দানশীল ব্যক্তির সম্পৃক্ততা বাড়লে সেটি আরও অর্থবহ হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। গত সোমবার চমেক হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের একটি অংশে স্থাপন করা হয়েছে ‘অজ্ঞাত রোগীর বিশেষ সেল’ নামে একটি কর্নার। সেখানে রাখা হয়েছে একটি শোকেস। যাতে লেখা আছে ‘এই শোকেসে সংরক্ষিত ওষুধ ও যাবতীয় সরঞ্জাম শুধু অজ্ঞাত রোগীদের জন্য’। সঙ্গে আছে, লাল রঙের বাঁধাই করা খাতা। এই খাতায় নিবন্ধন করে অজ্ঞাত রোগীদের জন্য ওষুধসহ প্রয়োজনীয় সামগ্রী নিতে পারবে। অজ্ঞাত রোগীর সেবক প্রকৌশলী সাইফুল ইসলাম নেছার, চমেক হাসপাতাল কর্তৃপক্ষ এবং নিউরোসার্জারি বিভাগের যৌথ উদ্যোগে অজ্ঞাত রোগীর সেবায় দেশের প্রথম এ উদ্যোগটি বাস্তবায়ন হয়। আগামীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেও এরকম সেবা চালুর পরিকল্পনা আছে বলে জানা যায়। ব্যতিক্রমী এই বিশেষ সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা প্রকৌশলী সাইফুল ইসলাম নেছার বলেন, ‘দীর্ঘদিন ধরে অজ্ঞাত রোগীর সেবায় নিয়োজিত আছি। কাজের বাস্তবতার নিরিখে একটি বিশেষ কর্নারের প্রয়োজনীয়তা অনেক দিন ধরে অনুভব করে আসছি। অবশেষে চমেক হাসপাতালের সহযোগিতায় নিউরোসার্জারি বিভাগের ২৮ নম্বর ওয়ার্ডে একটি সেল স্থাপন করা সম্ভব হয়েছে।’
শিরোনাম
- টিকটক প্রতিনিধিদের সঙ্গে সিইসির বৈঠকে ‘অপপ্রচার’ ঠেকাতে আলোচনা
- বন্দরের বাড়তি ট্যারিফ নিয়ে শীঘ্রই স্টেকহোল্ডারদের সাথে বৈঠক হবে : আমীর হুমায়ুন
- সিরিজে টিকে থাকতে বাংলাদেশের দরকার ১৫০ রান
- নির্বাচনকালে নিজ বা শ্বশুরবাড়ি এলাকায় পোস্টিং হবে না
- শিক্ষায় পচন এত যে কমিশন করলেই সেরে যাবে না : পরিকল্পনা উপদেষ্টা
- প্লট দুর্নীতি : হাসিনা-পুতুল-জয়ের বিরুদ্ধে আরও ৮ জনের সাক্ষ্য
- সংস্কার কমিশনের প্রতিবেদন বই আকারে প্রকাশে প্রধান উপদেষ্টার আহ্বান
- আগামীর নতুন বাংলাদেশ হবে শিক্ষানির্ভর : আমীর খসরু
- মেট্রোরেল যাত্রীদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন না হওয়ার অনুরোধ ডিএমটিসিএলের
- ক্লাস শুরুর দাবিতে অনশনে প্রস্তাবিত সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা
- জলবায়ু পরিবর্তন সভ্যতাকে শেষ করবে না : বিল গেটস
- স্কুলে ভর্তিতে লটারি পদ্ধতি বহাল থাকছে আগামী শিক্ষাবর্ষেও
- টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে জাকের
- অস্ট্রেলিয়া সিরিজের প্রথম ৩ টি-টোয়েন্টি থেকে ছিটকে গেলেন রেড্ডি
- মতিঝিল-কমলাপুর অংশে ইলেকট্রো-মেকানিক্যাল কাজে ১৮৫ কোটি টাকা সাশ্রয়
- ‘জেন জি’ উত্যক্তকারীদের ভাষা বুঝতে এআই টুল বানাচ্ছে অস্ট্রেলিয়ার পুলিশ
- দাখিলের অষ্টম শ্রেণিতে বৃত্তির নীতিমালা প্রকাশ
- টেকনাফের গহীন পাহাড়ে জিম্মি থাকা ২৪ জনকে উদ্ধার
- বান্দরবানে তল্লাশি চালিয়ে অননুমোদিত কাঠ ও ফার্নিচার জব্দ
- কর্মস্থলে অনুপস্থিত থাকায় এসপি শাহ নূর বরখাস্ত
চট্টগ্রাম মেডিকেল কলেজ
বিনা চিকিৎসায় মরতে হবে না কাউকে
রেজা মোজাম্মেল, চট্টগ্রাম
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর