অজ্ঞাত রোগীর সেবা নিশ্চিত করতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থাপিত দেশের প্রথম ‘বিশেষ সেল’ ব্যাপক প্রশংসিত হয়েছে। এতে করে অভিভাবকহীন এসব রোগীদের চিকিৎসা নিশ্চিতের বিষয়টি গতি পাবে। বিনা চিকিৎসায় এসব রোগীদের আর মৃত্যুবরণ করতে হবে না। কয়েকটি বেসরকারি সংগঠনের সহযোগিতায় স্থাপিত চট্টগ্রাম মেডিকেলের এই উদ্যোগকে অনুকরণীয় উল্লেখ করে এতে বিভিন্ন দাতব্য সংগঠন ও দানশীল ব্যক্তির সম্পৃক্ততা বাড়লে সেটি আরও অর্থবহ হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। গত সোমবার চমেক হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের একটি অংশে স্থাপন করা হয়েছে ‘অজ্ঞাত রোগীর বিশেষ সেল’ নামে একটি কর্নার। সেখানে রাখা হয়েছে একটি শোকেস। যাতে লেখা আছে ‘এই শোকেসে সংরক্ষিত ওষুধ ও যাবতীয় সরঞ্জাম শুধু অজ্ঞাত রোগীদের জন্য’। সঙ্গে আছে, লাল রঙের বাঁধাই করা খাতা। এই খাতায় নিবন্ধন করে অজ্ঞাত রোগীদের জন্য ওষুধসহ প্রয়োজনীয় সামগ্রী নিতে পারবে। অজ্ঞাত রোগীর সেবক প্রকৌশলী সাইফুল ইসলাম নেছার, চমেক হাসপাতাল কর্তৃপক্ষ এবং নিউরোসার্জারি বিভাগের যৌথ উদ্যোগে অজ্ঞাত রোগীর সেবায় দেশের প্রথম এ উদ্যোগটি বাস্তবায়ন হয়। আগামীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেও এরকম সেবা চালুর পরিকল্পনা আছে বলে জানা যায়। ব্যতিক্রমী এই বিশেষ সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা প্রকৌশলী সাইফুল ইসলাম নেছার বলেন, ‘দীর্ঘদিন ধরে অজ্ঞাত রোগীর সেবায় নিয়োজিত আছি। কাজের বাস্তবতার নিরিখে একটি বিশেষ কর্নারের প্রয়োজনীয়তা অনেক দিন ধরে অনুভব করে আসছি। অবশেষে চমেক হাসপাতালের সহযোগিতায় নিউরোসার্জারি বিভাগের ২৮ নম্বর ওয়ার্ডে একটি সেল স্থাপন করা সম্ভব হয়েছে।’
শিরোনাম
- আমিরাতকে হারিয়ে শেষ চারে ভারতের সঙ্গী পাকিস্তান
- গাজা নগরীতে দুই দিনে দেড় শতাধিক হামলা ইসরায়েলের
- গাজাবাসীকে ফের জোরপূর্বক উচ্ছেদের নিন্দায় পোপ
- স্বর্ণের দাম কমেছে
- ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব ইউরোপিয়ান ইউনিয়নের
- ছাত্র সংসদ আর জাতীয় নির্বাচন এক নয় : টুকু
- যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কেনা বন্ধ করলো কলম্বিয়া
- রেমিট্যান্স প্রবাহে ২৮.৫ শতাংশ প্রবৃদ্ধি
- বিশ্ব বাণিজ্যে রূপান্তর ঘটাবে কৃত্রিম বুদ্ধিমত্তা : বিশ্ব বাণিজ্য সংস্থা
- আবারও রিজার্ভ ৩১ বিলিয়ন ডলার ছাড়াল
- দুর্গাপূজা ঘিরে স্বৈরাচারের অপচেষ্টার বিরুদ্ধে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে : তারেক রহমান
- র্যাংকিংয়েও আফগানদের টপকে গেল টাইগাররা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু
- ‘পিআর ইস্যুতে আলোচনার টেবিল রেখে রাজপথে যাওয়া স্ববিরোধিতা’
- শেখ হাসিনা ও তার পরিবারের কেউ ভোট দিতে পারবেন না
- ভাঙ্গা থানায় ভাঙচুরের ঘটনায় নিক্সন চৌধুরীসহ ২৯ জনের নামে মামলা
- ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’ এ উড্ডয়ন প্রশিক্ষণ অনুশীলন
- ‘পিআর পদ্ধতির দাবি জনগণের প্রত্যাশার প্রতি মুনাফেকি’
- ফেব্রুয়ারিতেই স্বচ্ছ ও উৎসবমুখর নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা
- দুর্গাপূজায় কোনো ধরনের হুমকি নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা