অজ্ঞাত রোগীর সেবা নিশ্চিত করতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থাপিত দেশের প্রথম ‘বিশেষ সেল’ ব্যাপক প্রশংসিত হয়েছে। এতে করে অভিভাবকহীন এসব রোগীদের চিকিৎসা নিশ্চিতের বিষয়টি গতি পাবে। বিনা চিকিৎসায় এসব রোগীদের আর মৃত্যুবরণ করতে হবে না। কয়েকটি বেসরকারি সংগঠনের সহযোগিতায় স্থাপিত চট্টগ্রাম মেডিকেলের এই উদ্যোগকে অনুকরণীয় উল্লেখ করে এতে বিভিন্ন দাতব্য সংগঠন ও দানশীল ব্যক্তির সম্পৃক্ততা বাড়লে সেটি আরও অর্থবহ হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। গত সোমবার চমেক হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের একটি অংশে স্থাপন করা হয়েছে ‘অজ্ঞাত রোগীর বিশেষ সেল’ নামে একটি কর্নার। সেখানে রাখা হয়েছে একটি শোকেস। যাতে লেখা আছে ‘এই শোকেসে সংরক্ষিত ওষুধ ও যাবতীয় সরঞ্জাম শুধু অজ্ঞাত রোগীদের জন্য’। সঙ্গে আছে, লাল রঙের বাঁধাই করা খাতা। এই খাতায় নিবন্ধন করে অজ্ঞাত রোগীদের জন্য ওষুধসহ প্রয়োজনীয় সামগ্রী নিতে পারবে। অজ্ঞাত রোগীর সেবক প্রকৌশলী সাইফুল ইসলাম নেছার, চমেক হাসপাতাল কর্তৃপক্ষ এবং নিউরোসার্জারি বিভাগের যৌথ উদ্যোগে অজ্ঞাত রোগীর সেবায় দেশের প্রথম এ উদ্যোগটি বাস্তবায়ন হয়। আগামীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেও এরকম সেবা চালুর পরিকল্পনা আছে বলে জানা যায়। ব্যতিক্রমী এই বিশেষ সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা প্রকৌশলী সাইফুল ইসলাম নেছার বলেন, ‘দীর্ঘদিন ধরে অজ্ঞাত রোগীর সেবায় নিয়োজিত আছি। কাজের বাস্তবতার নিরিখে একটি বিশেষ কর্নারের প্রয়োজনীয়তা অনেক দিন ধরে অনুভব করে আসছি। অবশেষে চমেক হাসপাতালের সহযোগিতায় নিউরোসার্জারি বিভাগের ২৮ নম্বর ওয়ার্ডে একটি সেল স্থাপন করা সম্ভব হয়েছে।’
শিরোনাম
- দেশের মানুষের সেবক হয়ে কাজ করবেন তারেক রহমান: ভিপি সাইফুল
- থাইল্যান্ড-কম্বোডিয়ার সৈন্যদের আবারও পাল্টাপাল্টি হামলা, নিহত ১
- আবুধাবি টি-১০ লিগে খেলার জন্য এনওসি পেলেন সাইফ
- বিশ্বের সর্বোচ্চ হোটেল ‘সিয়েল দুবাই মেরিনা’র যাত্রা শুরু
- মার্কিন হামলার আশঙ্কায় গেরিলা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভেনেজুয়েলা
- ‘রাজপথের সঙ্গীদের প্রতি আহ্বান, দয়া করে পরিস্থিতি ঘোলাটে করবেন না’
- সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বাসায় পুলিশের অভিযান, আটক ৭
- তদন্তের জালে তুর্কি ফুটবল, দুই লিগ স্থগিত
- রেলপথ ও স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
- প্রি-রিলিজেই ৪০০ কোটির ক্লাবে বিজয়ের ‘জন নায়াগান’
- লালদিয়া টার্মিনালে আসছে ৮০০ মিলিয়ন ডলারেরও বেশি বিনিয়োগ : আশিক মাহমুদ
- ঢাবির সব খেলার মাঠ সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের
- মহীউদ্দীন খান আলমগীরের বিরুদ্ধে দুদকের মামলা
- জয়ের সেঞ্চুরির সঙ্গে দুই ফিফটিতে টাইগারদের দাপট
- ৫ মামলায় আইভীর জামিন স্থগিত
- গাজা যুদ্ধের ট্রমায় আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন ইসরায়েলি সেনারা
- চলতি মাসের শেষ নাগাদ দেশে ফিরতে পারেন তারেক রহমান : সালাহউদ্দিন
- ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১১৩৯
- রংপুরে ঋতু বৈচিত্র্যে খেয়ালি প্রকৃতি
- যুদ্ধবিরতির পর গাজায় কমপক্ষে ১৫০০ ভবন ধ্বংস করেছে ইসরায়েল
চট্টগ্রাম মেডিকেল কলেজ
বিনা চিকিৎসায় মরতে হবে না কাউকে
রেজা মোজাম্মেল, চট্টগ্রাম
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর