অজ্ঞাত রোগীর সেবা নিশ্চিত করতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থাপিত দেশের প্রথম ‘বিশেষ সেল’ ব্যাপক প্রশংসিত হয়েছে। এতে করে অভিভাবকহীন এসব রোগীদের চিকিৎসা নিশ্চিতের বিষয়টি গতি পাবে। বিনা চিকিৎসায় এসব রোগীদের আর মৃত্যুবরণ করতে হবে না। কয়েকটি বেসরকারি সংগঠনের সহযোগিতায় স্থাপিত চট্টগ্রাম মেডিকেলের এই উদ্যোগকে অনুকরণীয় উল্লেখ করে এতে বিভিন্ন দাতব্য সংগঠন ও দানশীল ব্যক্তির সম্পৃক্ততা বাড়লে সেটি আরও অর্থবহ হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। গত সোমবার চমেক হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের একটি অংশে স্থাপন করা হয়েছে ‘অজ্ঞাত রোগীর বিশেষ সেল’ নামে একটি কর্নার। সেখানে রাখা হয়েছে একটি শোকেস। যাতে লেখা আছে ‘এই শোকেসে সংরক্ষিত ওষুধ ও যাবতীয় সরঞ্জাম শুধু অজ্ঞাত রোগীদের জন্য’। সঙ্গে আছে, লাল রঙের বাঁধাই করা খাতা। এই খাতায় নিবন্ধন করে অজ্ঞাত রোগীদের জন্য ওষুধসহ প্রয়োজনীয় সামগ্রী নিতে পারবে। অজ্ঞাত রোগীর সেবক প্রকৌশলী সাইফুল ইসলাম নেছার, চমেক হাসপাতাল কর্তৃপক্ষ এবং নিউরোসার্জারি বিভাগের যৌথ উদ্যোগে অজ্ঞাত রোগীর সেবায় দেশের প্রথম এ উদ্যোগটি বাস্তবায়ন হয়। আগামীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেও এরকম সেবা চালুর পরিকল্পনা আছে বলে জানা যায়। ব্যতিক্রমী এই বিশেষ সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা প্রকৌশলী সাইফুল ইসলাম নেছার বলেন, ‘দীর্ঘদিন ধরে অজ্ঞাত রোগীর সেবায় নিয়োজিত আছি। কাজের বাস্তবতার নিরিখে একটি বিশেষ কর্নারের প্রয়োজনীয়তা অনেক দিন ধরে অনুভব করে আসছি। অবশেষে চমেক হাসপাতালের সহযোগিতায় নিউরোসার্জারি বিভাগের ২৮ নম্বর ওয়ার্ডে একটি সেল স্থাপন করা সম্ভব হয়েছে।’
শিরোনাম
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা
- ইউক্রেনে রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, নিহত ৯
চট্টগ্রাম মেডিকেল কলেজ
বিনা চিকিৎসায় মরতে হবে না কাউকে
রেজা মোজাম্মেল, চট্টগ্রাম
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর