সোমবার, ৩ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

নির্বাচনী ইশতেহারে সংখ্যালঘুদের সুরক্ষা দাবি

নিজস্ব প্রতিবেদক

সব রাজনৈতিক দল ও জোটে নির্বাচনী ইশতেহারে সংখ্যালঘুদের সুরক্ষা আইন প্রণয়নসহ ১৪ দফা দাবি জানিয়েছে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ। একইসঙ্গে নির্বাচনে আগে বা পরে সম্ভাব্য সাম্প্রদায়িক সহিংস বা আপদকালীন পরিস্থিতি মোকাবিলায় সংগঠনের হেল্প লাইন +৮৮০৯৬১২১০০৩০০ নম্বরে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়। জাতীয় প্রেস ক্লাবে গতকাল বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। ড. নিমচন্দ্র ভৌমিকের সভাপতিত্বে সভায় লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক রাণা দাশগুপ্ত। এ সময় কাজল দেবনাথ বাসুদেব ধর, মিলন কান্তি দত্ত উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর