শুক্রবার, ২২ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

বগুড়ার বইমেলায় উপচেপড়া ভিড়

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ার বইমেলায় গতকাল ছিল উপচেপড়া ভিড়। ভোর থেকে এদিন কেনাবেচা শুরু হয়। শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি প্রদান শেষে পাঠকরা বইয়ের খোঁজ করেন এ মেলায়। বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় ৯ দিনের বইমেলায় নতুন বই এসেছে মুহম্মদ শহীদুল্লাহ্র কাব্যগ্রন্থ- নীল নির্জন নীলিমা, কবি মনসুর রহমানের- কী কথা তাহার সাথে, কবি সারমিন সীমার- নৈঃশব্দের জোছনা, কবি উজ্জ্বল হোসেনের- কবিতার কমল বনে, কবি মতিয়ার রহমানের প্রবন্ধ গ্রন্থ- বগুড়া জেলার সাহিত্য ও সংবাদপত্র, হিশাম বিন ছাইফের কাব্যগ্রন্থ- নৈঃশব্দের পদাবলী, মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস- মেহেরুন।

 

 

সর্বশেষ খবর