Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : মঙ্গলবার, ১৪ মে, ২০১৯ ০০:০০ টা
আপলোড : ১৩ মে, ২০১৯ ২৩:০৩

ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ, বরিশালে শিক্ষক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ, বরিশালে শিক্ষক গ্রেফতার

একাধিক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে বরিশালে এনামুল হক নিজামী নাসিম নামের এক শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। সে নগরীর হালিমা খাতুন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের খ কালীন শিক্ষক। তার বিরুদ্ধে একাধিক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। ভুক্তভোগী শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা  অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। স্কুল ম্যানেজিং কমিটির সদস্যরাও অভিযুক্তের বিচার চেয়েছেন। ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করার পাশাপাশি অভিযোগ তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি করেছে। এদিকে ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে প্রশাসনিক এবং ফৌজদারি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন বরিশালের জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান।

এনামুল হক নিজামী নাসিম গোঁড়াচাঁদ দাস রোডের কালভার্ট সংলগ্ন এলাকায় একটি ভাড়া বাসার নিচতলায় গত কয়েক মাস ধরে ওই স্কুলের ছাত্রীদের কোচিং করিয়ে আসছেন।


আপনার মন্তব্য