সোমবার, ২০ মে, ২০১৯ ০০:০০ টা
সংসদের নারী ও শূন্য আসন

বিএনপির রুমিন এগিয়ে বগুড়ায় জিএম সিরাজ

নিজস্ব প্রতিবেদক

সংরক্ষিত নারী আসনে বিএনপির প্রার্থী কে-তা নিয়ে দলের ভিতরে-বাইরে চলছে জোর আলোচনা। তবে দলের অভ্যন্তরীণ আলোচনায় এগিয়ে রয়েছেন দলের সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। আজকের মধ্যেই বিএনপির নারী প্রার্থী চূড়ান্তকরণে নির্বাচন কমিশনের বাধ্যবাধকতা রয়েছে।

তবে রুমিনের বাইরেও আলোচনায় বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী ও মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের নাম শোনা যাচ্ছে। একইভাবে বগুড়া-৬ শূন্য আসনের উপ নির্বাচনেও দলীয় প্রার্থী তালিকায় এগিয়ে রয়েছেন সাবেক এমপি জিএম সিরাজ। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ না নেওয়ায় বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা করেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী। তবে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বিএনপিতে যোগদান করে মনোনয়ন নিলে তাকে ওই আসনটি ছেড়ে দেওয়া হতে পারে। মাহমুদুর রহমান মান্না এ প্রস্তাব বিনয়ের সঙ্গে প্রত্যাখ্যান করে বলেছেন, বিএনপিতে নয়, নাগরিক ঐক্যের পক্ষ থেকেই জাতীয় ঐক্যফ্রন্টের হয়ে তিনি ভোটে লড়তে চান।

সর্বশেষ খবর