অযত্ন-অবহেলায় পড়ে থাকা মোটরসাইকেল, সিএনজিসহ নানা গাড়ি দেখে মনে হবে এটি যেন যানবাহনের ভাগাড়। তবে এসব যানবাহনের কোনো কোনোটি গুরুত্বপূর্ণ মামলার আলামত। কিন্তু সেই আলামত পড়ে আছে খোলা আকাশের নিচে। ফলে রোদ-বৃষ্টিতে নষ্ট হচ্ছে। আবার লতাপাতার নিচে চাপা পড়েও ক্ষতিগ্রস্ত হচ্ছে যানবাহনগুলো। রাজশাহী নগরীর মহিষবাথান এলাকায় ড্যাফোডিল হাউসে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) পেট্রোল পুলিশ পরিদর্শকের কার্যালয়ের সামনে এভাবেই অবহেলা আর অযতেœ পড়ে আছে মোটরসাইকেল, রিকশা, অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন। পুলিশ বলছে, এটি তাদের ‘ডাম্পিং স্টেশন’। অভিযোগ আছে, রাতের অন্ধকারে এখান থেকে খুলে নিয়ে যাওয়া হয় যানবাহনের যন্ত্রাংশ। রাজশাহীর বিভিন্ন আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবীদের সঙ্গে কথা বলে জানা গেছে, স্থায়ী জায়গা না থাকায় শুধু আরএমপির ট্রাফিক বিভাগই নয়, জেলা এবং মহানগর এলাকার বিভিন্ন থানাতেও এভাবে খোলা আকাশের নিচে যানবাহন ফেলে রাখা হয়। ফলে গাড়িগুলো নষ্ট হয়ে যায়। অনেক যন্ত্রাংশ হারিয়েও যায়। কিন্তু এসব গাড়ির বেশিরভাগই মামলার আলামত হিসেবে জব্দ। আলামত যেন নষ্ট না হয়, সে জন্য তারা বার বার পুলিশকে তাগিদ দেন। কিন্তু কোনো মামলারই যানবাহনের মতো আলামত ঠিকঠাক পাওয়া যায় না। আরএমপির ট্রাফিক বিভাগে খোঁজ নিয়ে জানা গেছে, কাগজপত্র না থাকার কারণে ট্রাফিক পুলিশ সড়কে যেসব যানবাহন জব্দ করে সেগুলো এনে মহিষবাথানের ওই ডাম্পিং স্টেশনে রাখা হয়। উপযুক্ত কাগজপত্র দেখানোর পর গাড়ির মালিক সেখান থেকে নিয়ে যেতে পারেন। কিন্তু কাগজপত্র না থাকার কারণে অনেকেই গাড়ি নিয়ে যেতে পারেন না দীর্ঘদিনেও। সেগুলোই পড়ে থাকে। এ ছাড়া দুই বছর আগে থেকে বিভিন্ন থানার মামলার আলামত হিসেবে জব্দ করা গাড়িও সেখানে আছে। তবে এখন আর থানাগুলো এখানে গাড়ি রাখে না। ড্যাফোডিল হাউসে দায়িত্বে থাকা পেট্রোল পুলিশ পরিদর্শক আবুল কালাম আজাদ বলেন, একমাস আগে তিনি ঢাকা থেকে রাজশাহীতে যোগ দিয়েছেন। এখানে এসেই গাড়িগুলোর এমন অবস্থা দেখছেন। তবে চারজন পুলিশ সদস্য এগুলো পাহারায় থাকেন বলে দাবি করেন তিনি।
শিরোনাম
- নির্বাচন পর্যন্ত এনআইডি সংশোধন বন্ধ রাখার সিদ্ধান্ত ইসির
- ঝিনাইদহে উদ্ধারকৃত ১৬ ককটেল ধ্বংস করল বোম্ব ডিসপোজাল ইউনিট
- জবির নারীসহ চার শিক্ষার্থীকে মারধর
- ‘আওয়ামী লীগের ডিজিটাল নিরাপত্তা আইন ছিল সবার সঙ্গে প্রতারণা’
- দুই বছরের বিরতি শেষে পর্দায় ফিরছেন বিদ্যা সিনহা মিম
- ‘গণতন্ত্রের চর্চা হোক ক্লাসরুম থেকে’ স্লোগানে চবি রাজনীতি বিজ্ঞান বিভাগে সিআর নির্বাচন
- নির্বাচন ও গণভোটের বাজেট নিয়ে কোনো সমস্যা হবে না: অর্থ উপদেষ্টা
- রংপুরে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭
- মালয়েশিয়ায় বন্যা: শাহ আলমের আশেপাশে বেশ কয়েকটি সড়ক বন্ধ, ভ্রমণে ঝুঁকি
- সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তায় গাইলেন বাপ্পা মজুমদার ও কোনাল
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- নগদ টাকার লেনদেন কমাতে পারলে দুর্নীতি কমে আসবে: গভর্নর
- প্রথমবারের মতো ভাড়াটিয়া-বাড়িমালিকদের নিয়ে বসছে ডিএনসিসি
- অন্যস্বর টরন্টোর আয়োজনে অভিনেত্রী শান্তা ইসলামের সঙ্গে কথোপকথন
- বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চল হবে দক্ষিণ এশিয়া: বিশ্বব্যাংক
- সাক্ষী না আসায় পিছিয়েছে আবু সাঈদ হত্যা মামলার শুনানি
- ৭৫ দেশের ২৫০টি সিনেমা নিয়ে ঢাকায় উৎসব
- তিন আর্জেন্টাইনের দাপটে ফাইনালে মায়ামি
- চোর সন্দেহে গণপিটুনীতে যুবক নিহত, আহত ৩
- সিডনিতে সাবেক এআইইউবিয়ানদের গ্র্যান্ড রিইউনিয়ন অনুষ্ঠিত
অযত্নে নষ্ট হচ্ছে জব্দ যানবাহন
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর