বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০১৯ ০০:০০ টা

রিফাত হত্যার তদন্ত শেষের আগে উপসংহার নয়

নিজস্ব প্রতিবেদক

বরগুনার রিফাত শরীফ হত্যা মামলায় তদন্ত শেষ হওয়ার আগে কোনো উপসংহার টানা যাবে না বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, এই ঘটনার সুষ্ঠু তদন্ত চলছে। দোষী যে-ই হোক, তাকে আইনের আওতায় আনা হবে। আর রিফাত শরীফ হত্যা মামলায় তার স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নিকে সামনে এনে যাতে কোনো রাজনৈতিক প্রভাবশালী মহলকে বাঁচানোর চেষ্টা না হয়, সেদিকে সতর্ক থাকতে বলেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির একজন সদস্য। এ ছাড়া কুমিল্লায় আদালতে হত্যাকা-ের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে সংসদীয় কমিটি। গতকাল জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় আলোচিত সাম্প্রতিক এই দুটি ঘটনা আলোচনায় আসে। আলোচিত রিফাত হত্যার ঘটনায় তার স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নিকে গ্রেফতার করে রিমান্ডে নিয়েছে পুলিশ। সংসদীয় কমিটির বৈঠকে বিষয়টি আলোচনায় আসে। কমিটির সদস্য জাতীয় পার্টির পীর ফজলুর রহমান বিষয়টি আলোচনায় আনেন। বৈঠক শেষে পীর ফজলুর রহমান সাংবাদিকদের জানান, তিনি বৈঠকে বলেছেন, মিন্নি হত্যাকা-ের সঙ্গে জড়িত থাকলে অবশ্যই তাকে তদন্তের আওতায়, আইনের আওতায় আনতে হবে। কিন্তু মানুষের মধ্যে আশঙ্কা আছে, রিফাতের স্ত্রী মিন্নিকে সামনে এনে রাজনৈতিক প্রভাবশালী মহলকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে কি না। এটি যাতে না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।

বৈঠক শেষে কমিটির সভাপতি শামসুল হক সাংবাদিকদের বলেন, বিষয়টি আলোচনায় এসেছিল। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, বিষয়টি তদন্ত পর্যায়ে আছে। এ নিয়ে উপসংহার টানার সিদ্ধান্ত এখনো আসেনি। মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, এই ঘটনার ‘বেটার’ তদন্ত চলছে। দোষী যে-ই হোক, তাকে আইনের মুখোমুখি আনা হবে।

সর্বশেষ খবর