মঙ্গলবার, ৬ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

শেয়ারবাজার লুটেরাদের গ্রেফতার চায় গণফোরাম

নিজস্ব প্রতিবেদক

শেয়ারবাজারে লুটপাটকারীদের বহিষ্কার ও তাদের শাস্তির দাবি জানিয়েছে গণফোরাম। গতকাল রাজধানীর মতিঝিলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সামনে দলটির পক্ষ থেকে মানববন্ধন ও প্রতিবাদী অবস্থান কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে শেয়ারবাজার থেকে পুঁজিহারা সর্বস্বান্ত ও ডেঙ্গু আক্রান্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়। এ সময় বক্তারা শেয়ারবাজার থেকে ২৭ হাজার কোটি টাকা লুটপাটের নিন্দা, জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মানববন্ধনে বক্তব্য রাখেন গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সভাপতি পরিষদ সদস্য মেসবাহউদ্দীন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোশতাক আহমেদ প্রমুখ। সুব্রত চৌধুরী বলেন, অবৈধ সরকারকে পদত্যাগে বাধ্য করে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করা হলে শেয়ারবাজারসহ সব ক্ষেত্রে শৃঙ্খলা ফিরে আসত।

কয়েক মাসের ব্যবধানে হাজার হাজার কোটি টাকা লুটপাটকারীদের পকেটে চলে গেছে। কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আজ ডেঙ্গু আক্রান্ত দেশের মানুষ। রাজধানীতে আতঙ্ক হয়ে উঠছে ডেঙ্গু মশা।

 মানুষ অবহেলিত, বন্যাকবলিত। বাঁচার উপায় নেই, দেশ আজ বসবাসের অযোগ্য হয়ে পড়েছে।

সর্বশেষ খবর