রবিবার, ১৮ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

ছাত্রদলের কাউন্সিল ১৪ সেপ্টেম্বর

মনোনয়ন ফরম বিক্রি শুরু

নিজস্ব প্রতিবেদক

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচনের জন্য মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছে। আগামী ১৪ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত কাউন্সিলরদের ভোটে ছাত্রদলের আগামী দিনের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করা হবে। এই নির্বাচনে অংশ নিতে আগ্রহীরা মনোনয়ন ফরম নিচ্ছেন। আজ রবিবার পর্যন্ত এ মনোনয়ন ফরম বিক্রি চলবে। মনোনয়নপত্র ফরম জমা দেওয়া যাবে ১৯ ও ২০ আগস্ট। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৩১   আগস্ট। মনোনয়ন ফরম ২২ থেকে ২৬ আগস্ট যাচাই-বাছাই শেষে ২ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। গতকাল দুপুর ১২টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ছাত্রদলের পদপ্রত্যাশীদের হাতে মনোনয়ন ফরম তুলে দেন দলের কেন্দ্রীয় নেতারা। বিক্রির প্রথম দিনে সভাপতি পদের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ছাত্রদলের সাবেক তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক মামুন খান ও ছাত্রদল  নেতা আলিমুল হাকিম মুন্সি। সাধারণ সম্পাদক পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক সাইদ মাহমুদ জুয়েল। প্রত্যেকে বিএনপির কেন্দ্রীয় দফতরে ১০০ টাকা জমা দিয়ে ফরম সংগ্রহ করেন। এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানী প্রমুখ উপস্থিত ছিলেন। ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু এ সম্পর্কে বলেন, যারা এই দুঃসময়ে ছাত্রদলকে এগিয়ে নিতে শত নির্যাতন উপেক্ষা করে কারাবরণ করে হামলা-মামলা সহ্য করে তারেক রহমানের চিন্তা-পরামর্শে এক হচ্ছেন তাদের অভিবাদন জানাই।

 

 

সর্বশেষ খবর