বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

গ্রেনেড হামলা মামলার আপিল শুনানি শুরু এ বছরই : আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার পেপারবুক আগামী চার মাসের মধ্যে তৈরির পর এ বছরই হাই কোর্টে আপিলের শুনানি শুরু হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। গতকাল সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। আইনমন্ত্রী বলেন, বিচারিক আদালত যদি কাউকে ফাঁসি দেয় তবে ফৌজদারি কার্যবিধির ৩৭৪ ধারা অনুযায়ী সেই মামলা ডেথ রেফারেন্স হিসেবে হাই কোর্ট ডিভিশনে চলে যায়। ২১ আগস্ট গ্রেনেড হামলা ও হত্যা মামলা; এখানে রায়ে কিছুসংখ্যক আসামির ফাঁসি হয়েছে, কিছুসংখ্যক আসামির যাবজ্জীবন হয়েছে। ফাঁসি হওয়ার কারণে মামলাটি ডেথ রেফারেন্স হিসেবে হাই কোর্টে চলে গেছে। তিনি বলেন, শুনানির জন্য কিছু ফর্মালিটিজ আছে, যেগুলো কমপ্লিট করতে হয়। যেমন ধরেন- যাদের ফাঁসি হয়েছে, তাদের পেপারবুক সরকারকে তৈরি করে দিতে হয়। পেপারবুকে মামলার যাবতীয় কাগজ থাকে। এটা তৈরি করার পর মামলা শুনানির জন্য প্রস্তুত হয়, তারপর শুনানি হয়। আমি এটুকু বলতে পারি, এ মামলার পেপারবুক তৈরি হওয়ার জন্য যে আনুষঙ্গিক কার্যক্রম, তা শুরু হয়ে গেছে। আনিসুল হক বলেন, আমরা সব সাজাপ্রাপ্ত আসামি, যারা বিদেশে আছেন, তাদের ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছি এবং ফিরিয়ে আনার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। সেখানে অনেক সময় কিছু জটিলতা হয়, সেসব জটিলতা আমরা নিরসন করার চেষ্টা করছি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর