বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

রাবির মানববন্ধন থেকে বহিরাগতদের সরিয়ে দেওয়া হলো

রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে চলমান আন্দোলনের অংশ হিসেবে গতকাল আয়োজিত মানববন্ধনে ৩০-৩৫ জনের একদল বহিরাগত যুক্ত হওয়ার চেষ্টা করলে তাদের সরিয়ে দেওয়া হয়েছে।

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন তাদের দাবিতে মানববন্ধন করছিল, তখন আনুমানিক ২৫ বছর বয়সী এক যুবকের নেতৃত্বে ৩০-৩৫ জন অল্প বয়সী তরুণ আসে। তারা মানববন্ধনে দাঁড়ানোর চেষ্টা করে। পরে   সেখান থেকে তাদেরকে সরিয়ে যেতে বললে, তারা গ্রন্থাগারের সামনের রাস্তায় কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। ১০-১৫ মিনিট পর তারা সেখান থেকে বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বরে চলে যায়। এ বিষয়ে আন্দোলনকারী ও রাকসু আন্দোলন মঞ্চের আহ্বায়ক আবদুল মজিদ অন্তর বলেন, চলমান শিক্ষার্থীদের আন্দোলনের ধারাবাহিকতায় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে অবস্থান নেয়। তখন বহিরাগত ৩০-৩৫ জন ছেলেকে আন্দোলনে শামিল হতে দেখা যায়। এক পর্যায়ে বহিরাগত বলে তাদের বের করে দেওয়া হয়। বহিরাগতদের নেতৃত্বে থাকা আজমত হোসেন বলেন, ‘আমাদেরকে এক্রাম উল্লাহ স্যারের নাম করে আওয়াল নামের একজন ব্যক্তি এখানে আসতে বলেছিল। তাই আমরা এখানে এসেছিলাম।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর