Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা
আপলোড : ৯ অক্টোবর, ২০১৯ ২৩:২৪

সিলেটে শিশু হত্যা মামলায় ৪ জনের ফাঁসি

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটে শিশু হত্যা মামলায় ৪ জনের ফাঁসি

সিলেটের দক্ষিণ সুরমায় চাঞ্চল্যকর শিশু নাঈম হত্যা মামলায় চার্জশিটভুক্ত পাঁচ আসামির মধ্যে চারজনকে ফাঁসি ও একজনকে খালাস দিয়েছে সিলেট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। গতকাল দুপুর পৌনে ১২টায় ট্রাইব্যুনালের বিচারক জেলা জজ মো. মোহিতুল হক এ রায় দেন। বাদী পক্ষের আইনজীবী গোলাম ইয়াহইয়া চৌধুরী সুহেল এর সত্যতা নিশ্চিত করেছেন।

ফাঁসির দ প্রাপ্তরা হলেন- ইসমাইল আলী, মিঠুন মিয়া, বিপ্লব হোসেন বিপলু ও জুনেদ হোসেন। ফাঁসির দ-প্রাপ্ত  মো. মিঠুন মিয়ার সহোদর রুবেলকে খালাস দেওয়া হয়েছে। খালাস পাওয়া রুবেল ছাড়া বাকি সব আসামি কারাগারে রয়েছেন। ২০১১ সালের ১৪ আগস্ট তারাবির নামাজ পড়তে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় নাঈম। এর সাত দিন পর বাড়ির পাশের জঙ্গল থেকে তার বস্তাবন্দী গলিত লাশ উদ্ধার করা হয়। নাঈম দক্ষিণ সুরমা বলদি লিটল স্টার কিন্ডারগার্টেনের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।


আপনার মন্তব্য

এই বিভাগের আরও খবর