শনিবার, ৯ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা
ছুটি ছাড়া ১০ মাস অনুপস্থিত

এমপি রতনের শিক্ষিকা স্ত্রী সাময়িক বরখাস্ত

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতনের দ্বিতীয় স্ত্রী প্রাইমারি শিক্ষিকা জিনাতুল তানভী ঝুমুর ছুটি ছাড়া ১০ মাস কর্মস্থলে অনুপস্থিত থাকায় তাকে সাময়িক বরখাস্ত করেছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। জানা যায়, ঝুমুর তাহিরপুর উপজেলার তরং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষিকা পদে কর্মরত থাকলেও মৌখিক ডেপুটেশনে তাকে ১০ মাস আগে জেলা শহরের তেঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি করা হয়। পরে অসুস্থতাজনিত কারণ দেখিয়ে গত ৭ জানুয়ারি একদিনের  ছুটি নিয়ে ১০ মাস ধরে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন তিনি। এদিকে, অনুপস্থিত থাকার পরও সরকারি বেতন-ভাতা উত্তোলন করছিলেন তিনি। সুনামগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জিল্লুর রহমান বলেন, অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকার বিষয়টি প্রমাণিত হওয়ায় প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালকের নির্দেশে সহকারী শিক্ষিকা জিনাতুল তানভী ঝুমুরকে বরখাস্ত করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর