রবিবার, ১০ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

সাধারণ সম্পাদক হতে সাবেক ছাত্রলীগ নেতাদের দৌড়ঝাঁপ

রাজশাহী জেলা আওয়ামী লীগ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী জেলা আওয়ামী লীগের সম্মেলন ৪ ডিসেম্বর। শুক্রবার ঢাকায় দলের প্রধান কার্যালয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদকে এই সিদ্ধান্ত দিয়েছেন কেন্দ্রীয় নেতারা। আর জেলার নেতাদের সহযোগিতা করবেন কেন্দ্রীয় কমিটির সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটন। এর পরই কমিটিতে এবার সাধারণ সম্পাদক পদ পেতে দৌড়ঝাঁপ শুরু করেছেন সাবেক ছাত্রলীগ নেতারা। বর্তমান কমিটির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ এবার সভাপতি পদের জন্য লড়াই করতে পারেন- এমন আভাস দেওয়ার পরই সাধারণ সম্পাদক হতে দৌড়ঝাঁপ শুরু করেছেন সাবেক ছাত্রলীগের কয়েকজন নেতা। তারা হলেন যুব মহিলা লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি ও সংরক্ষিত আসনের এমপি আদিবা আনজুম মিতা, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বাঘা উপজেলা চেয়ারম্যান লায়েব উদ্দিন লাভলু ও সাবেক এমপি আবদুল ওয়াদুদ দারা। আদিবা আনজুম মিতা জানান,           বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের রাজনীতি করার পর কেন্দ্রে যুব মহিলা লীগের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এবার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদের জন্য প্রার্থী হবেন। বাঘা উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট লায়েব উদ্দিন লাভলু বর্তমান কমিটির যুগ্মসাধারণ সম্পাদক। তিনিও সাধারণ সম্পাদক প্রার্থী। রাজশাহী-৫ আসনের সাবেক এমপি আবদুল ওয়াদুদ দারা বিগত সম্মেলনেও সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন। এবারও তিনি সাধারণ সম্পাদক পদের জন্য কাজ করছেন। তবে বর্তমান সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ সাধারণ সম্পাদক পদে থাকছেন, নাকি সভাপতি পদের জন্য লড়াই করবেন, তা এখনও পরিষ্কার করেননি তিনি। তবে তার ঘনিষ্ঠরা জানিয়েছেন, এবার তিনি সভাপতি পদের জন্য লড়াই করবেন। যদি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সভাপতি প্রার্থী হোন, তাহলে সাধারণ সম্পাদক পদেই লড়াই করতে পারেন আসাদ। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ জানান, তিনি দলের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলবেন। তারা যে পদের জন্য বলবেন, তিনি সেই পদেই নির্বাচন করবেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর