মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

ডিএসইর আইপিও টিমে পরিবর্তন

রিং সাইনের লেনদেন চালুর সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক

প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) রিভিউ টিমে পরিবর্তন এনেছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদ। টিমের সদস্য মিনহাজ মান্নান ইমনের পরিবর্তে ডিএসইর স্বতন্ত্র পরিচালক অধ্যাপক ড. এম কায়কোবাদকে অন্তর্ভুক্ত করা হয়েছে। গতকাল ডিএসইর পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠক সূত্রে জানা গেছে, মিনহাজ মান্নান ইমন ডিএসইর শেয়ারহোল্ডার পরিচালক। তাকে কমিটিতে রাখা ডিমিউচুয়ালাইজেশন আইন অনুযায়ী সাংঘর্ষিক হতে পারে। এজন্য তার স্থলে স্বতন্ত্র পরিচালক অধ্যাপক ড. এম কায়কোবাদকে অন্তর্ভুক্ত করা হয়েছে। গত ২৮ অক্টোবর স্বচ্ছ ও ভালো কোম্পানি বাজারে আনতে আইপিও রিভিউ টিম গঠন করে ডিএসই। ৬ সদস্যের এই টিমের প্রধান করা হয় ডিএসইর স্বতন্ত্র পরিচালক অধ্যাপক ড. মো. মাসুদুর রহমানকে। অন্য সদস্যরা হলেন- ডিএসইর স্বতন্ত্র পরিচালক বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া, ব্রিগেডিয়ার জেনারেল মো. মোস্তাফিজুর রহমান, মিনহাজ মান্নান ইমন ও ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আবদুল মতিন পাটোয়ারী। আইপিওতে আসা কোম্পানির সক্ষমতা যাচাই করার জন্য এই কমিটি করা হয়। রিং সাইনের লেনদেন চালুর সিদ্ধান্ত : শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলনের অনুমোদন পাওয়া রিং সাইন টেক্সটাইলের শেয়ার লেনদেন চালুর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদ। একই বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। রিং সাইনের প্লেসমেন্ট  শেয়ার নিয়ে বিতর্কের কারণে বন্ধ হয়েছিল তালিকাভুক্তি।  উত্থান শেয়ারবাজারে : সপ্তাহের প্রথম দিনে কিছুটা উত্থানে শেষ হয়েছে ডিএসইর লেনদেন।  দিন শেষে ৪ পয়েন্ট বেড়ে ডিএসইএক্স ৪৭২২ পয়েন্টে দাঁড়িয়েছে।

লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৫৬টির, কমেছে ১৩৫টি ও অপরিবর্তিত থাকে ৫০টি কোম্পানির শেয়ার দর। লেনদেন হয়েছে ৪০৯ কোটি টাকার শেয়ার।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর