শনিবার, ২৩ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

খুলনায় ৫৫ দিনে সারজিল হত্যা মামলার চার্জশিট

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনায় আলোচিত মডার্ন সি ফুডের আইটি অফিসার সারজিল ইসলাম হত্যা মামলায় অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেছে পুলিশ। এতে হত্যাকান্ডের  মূল পরিকল্পনাকারীসহ ১৫ জনকে অভিযুক্ত করা হয়েছে। জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক মুক্ত রায় চৌধুরী বৃহস্পতিবার খুলনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ অভিযোগপত্র দাখিল করেন। গত ২৬ সেপ্টেম্বর দুপুরে পূর্ব শত্রুতার জের ধরে সারজিলকে ছুরিকাঘাতে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহতের মা সাবিনা ইয়াসমিন বাদী হয়ে রূপসা থানায় মামলা দায়ের করেন। এদিকে হত্যাকান্ডের তদন্তে স্থানীয় প্রভাবশালীদের নাম সামনে এলে বিষয়টি আলোচিত হয়। খুলনা পুলিশ সুপার এসএম শফিউল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুততম সময়ে আলোচিত মামলায় চার্জশিট দেওয়ার কথা জানান। এরপর জেলা গোয়েন্দা পুলিশ হত্যায় জড়িত ১০ জনকে গ্রেফতার ও ৫৫ দিনের মধ্যে চার্জশিট দাখিল করে। গ্রেফতারকৃতদের মধ্যে আটজন আদালতে জবানবন্দি দিয়েছেন। 

পুলিশ এই মামলায় নগরীর টুটপাড়া এলাকার রাহাত শিকদার, সোহেল হাওলাদার, রূপসার গোয়াল বাধানের অমিত শেখ, রূপসার বাগমারার ইব্রাহীম শেখ, আদম আলী, বায়েজিদ সরদার ও মোস্তফা কামাল ওরফে মিনা কামালসহ ১৫ জনকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর