শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

শিগগিরই বাংলাদেশ ও ভারত অর্থনৈতিক চুক্তি স্বাক্ষর

নয়াদিল্লি প্রতিনিধি

বাংলাদেশ ও ভারত বাণিজ্যের মাধ্যমে উভয় দেশ যাতে উপকৃত হয় সে বিষয়ে শিগগিরই ব্যাপকভিত্তিক অর্থনৈতিক চুক্তি স্বাক্ষর করবে। দিল্লিতে ১৫-১৬ জানুয়ারি অনুষ্ঠিত দুই দেশের বাণিজ্য সচিব পর্যায়ের বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।

ভারতীয় পক্ষ আশা করছে, মার্চ মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরের সময় চুক্তিটি সই হতে পারে। তবে বাংলাদেশ চুক্তি স্বাক্ষরের আগেই কয়েকটি সুবিধা সম্পর্কে নিশ্চিত হতে চাইছে। যেমন- পাঠজাত পণ্যের ওপর শুল্ক প্রত্যাহার ও ভারতীয় পিয়াজ রপ্তানির ওপর কড়াকড়ির শিথিলকরণ। আলোচনায় বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বাণিজ্য সচিব ড. জাফর উদ্দিন। ভারতীয় দলের নেতৃত্ব দেন সে দেশের বাণিজ্য সচিব অনুপ ওয়াধাওয়ান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর