শনিবার, ১৮ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

ভোট কেন্দ্র রক্ষায় ব্যর্থতার দায় কর্মকর্তার

------- ইসি রফিকুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক

সিটি নির্বাচনের ভোট কেন্দ্র রক্ষা করতে ব্যর্থ হলে, সেই দায় ভোটগ্রহণ কর্মকর্তাদের নিতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম। তিনি বলেন, প্রিসাইডিং অফিসারের কাজ হলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দায়িত্ব দেওয়া, যাতে কোনো অবস্থাতেই অনুমতিবিহীন কেউ  ভোটকেন্দ্রে ঢুকতে না পারে। তিনি বলেন, রক্ষা করতে যদি ব্যর্থ হন, তাহলে আপনাকে দায়ী করব। প্রিসাইডিং অফিসার হিসেবে আপনার দায়িত্ব হচ্ছে আপনার কেন্দ্র রক্ষা করা। গতকাল রাজধানীর আজিমপুর গভর্মেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজে দক্ষিণ সিটি করপোরেশন ভোটগ্রহণ কর্মকর্তাদের (প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার) প্রশিক্ষণ কর্মশালায় তিনি এসব কথা বলেন। দক্ষিণ সিটি নির্বাচনের রিটার্নিং অফিসার আবদুল বাতেনের সভাপতিত্বে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) প্রোগ্রামিং দিয়ে কাউকে সাহায্য করা সম্ভব নয় মন্তব্য করে এই নির্বাচন কমিশনার বলেন, বুথ দখল করে জাল ভোট দেওয়া সম্ভব। তিনি বলেন, ভোটার এসে আঙ্গুলের ছাপ দিয়ে ব্যালট পেপার পেল (ইস্যু হলো)। আরেকজন দৌড় দিয়ে ঢুকে তার ভোটটা দিয়ে দিল। এ রকম যদি হয় তাহলে কিন্তু জাল ভোট দেওয়া সম্ভব।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর