রবিবার, ১৯ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

সুফিয়ানের দাবি, ডিজিটাল জালিয়াতি করে ভোট দেখানো হয়েছে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচনে ২২ দশমিক ৯৪ শতাংশ ভোট পড়েছে বলে নির্বাচন কমিশন ঘোষণা করলেও বিএনপির প্রার্থী আবু সুফিয়ান দাবি করেছেন, মাত্র পাঁচ শতাংশ ভোটার ভোট দিতে  পেরেছেন। বাকি ভোট ইভিএমের মাধ্যমে ডিজিটাল জালিয়াতি করে দেখানো হয়েছে। গতকাল চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে দলীয় পর্যবেক্ষণের ভিত্তিতে ‘ভোট জালিয়াতির চিত্র’ তুলে ধরেন আবু সুফিয়ান। লিখিত বক্তব্যে তিনি বলেন, ইভিএম এখন মহাপ্রতারণার নতুন পদ্ধতি।

সর্বশেষ খবর