চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচন পরবর্তী বিএনপির প্রার্থী আবু সফিয়ানের পক্ষে জোরালো অবস্থানে রয়েছেন চট্টগ্রাম বিএনপির শীর্ষ নেতারা। তারা এই নির্বাচনে লাভ লোকসানের হিসাব-নিকাশ শুরু করেছেন। ইতিমধ্যে গত ১৩ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনটিকে বাতিল করে নতুন নির্বাচনের দাবি জানিয়ে একাধিক সংবাদ সম্মেলনও করেছে চট্টগ্রাম মহানগর বিএনপি। ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণের ত্রুটি-বিচ্যুতি ও জালিয়াতির তথ্যও উত্থাপন করেছে বিএনপি। নির্বাচনের দিনই দুপুরে নির্বাচন কমিশনার বরাবরে দেওয়া লিখিত অভিযোগে বিএনপি দাবি করেছেÑ অনেক কেন্দ্রে ভোটারদের ইভিএম মেশিনে আঙুলের ছাপ নিয়ে ভোট কেন্দ্র থেকে বের করে দিয়ে আওয়ামী লীগ সমর্থিতরা নৌকায় ভোট দিয়েছেন। ১৭০টি কেন্দ্রের মধ্যে অস্ত্রের মুখে ১২০টি কেন্দ্র দখল করে নিয়েছে আওয়ামী লীগের কর্মী ও কিছু সন্ত্রাসী। বিএনপির নেতা-কর্মীকে মারধর এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে অন্তত ৫০ জনকে আহত করেছে। এদিকে গত ১৮ জানুয়ারি শনিবার চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে দলীয় পর্যবেক্ষণের ভিত্তিতে ‘ভোট জালিয়াতির চিত্র’ তুলে ধরেন বিএনপি নেতা ও দলীয় প্রার্থী আবু সুফিয়ান। লিখিত বক্তব্যে তিনি বলেন, উপনির্বাচনে আওয়ামী লীগ, প্রশাসন ও দলীয় সন্ত্রাসীদের ব্যবহার করে তথাকথিত ইভিএমের মাধ্যমে ডিজিটাল জালিয়াতি করেছে। এতে আবারও প্রমাণ হয়েছে, ইভিএমের মাধ্যমে ভোট ডাকাতি করা যায়। এটি মধ্যরাতের নির্বাচনের মতো আরেকটি কৌশল। এত সব অভিযোগ-অনুযোগের পরও বিএনপি নেতারা মনে করছেনÑসম্প্রতি অনুষ্ঠিত এই নির্বাচনে অংশগ্রহণ করায় বিএনপির অনেক প্রাপ্তি ঘটেছে। বিএনপির প্রার্থী আবু সুফিয়ান বলেন, নির্বাচনে ইভিএম ব্যবহার করে কীভাবে ভোট কারচুপি করা যায় তা আবারও দেশের জনগণ জানতে পেরেছে এবং আওয়ামী সন্ত্রাসীরা ভোট কেন্দ্র দখল করে একতরফা ভোট গ্রহণ করে যে ন্যক্কারজনক ভূমিকা পালন করেছে তাও দেশের মানুষ প্রত্যক্ষ করেছে। পাশাপাশি নির্বাচন কমিশন ও প্রশাসনিক কর্মকর্তাদের পক্ষপাতিত্বমূলক আচরণও প্রশ্নবিদ্ধ হয়েছে- এসব আমাদের প্রাপ্তি বলে মনে করছি।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ