চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচন পরবর্তী বিএনপির প্রার্থী আবু সফিয়ানের পক্ষে জোরালো অবস্থানে রয়েছেন চট্টগ্রাম বিএনপির শীর্ষ নেতারা। তারা এই নির্বাচনে লাভ লোকসানের হিসাব-নিকাশ শুরু করেছেন। ইতিমধ্যে গত ১৩ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনটিকে বাতিল করে নতুন নির্বাচনের দাবি জানিয়ে একাধিক সংবাদ সম্মেলনও করেছে চট্টগ্রাম মহানগর বিএনপি। ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণের ত্রুটি-বিচ্যুতি ও জালিয়াতির তথ্যও উত্থাপন করেছে বিএনপি। নির্বাচনের দিনই দুপুরে নির্বাচন কমিশনার বরাবরে দেওয়া লিখিত অভিযোগে বিএনপি দাবি করেছেÑ অনেক কেন্দ্রে ভোটারদের ইভিএম মেশিনে আঙুলের ছাপ নিয়ে ভোট কেন্দ্র থেকে বের করে দিয়ে আওয়ামী লীগ সমর্থিতরা নৌকায় ভোট দিয়েছেন। ১৭০টি কেন্দ্রের মধ্যে অস্ত্রের মুখে ১২০টি কেন্দ্র দখল করে নিয়েছে আওয়ামী লীগের কর্মী ও কিছু সন্ত্রাসী। বিএনপির নেতা-কর্মীকে মারধর এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে অন্তত ৫০ জনকে আহত করেছে। এদিকে গত ১৮ জানুয়ারি শনিবার চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে দলীয় পর্যবেক্ষণের ভিত্তিতে ‘ভোট জালিয়াতির চিত্র’ তুলে ধরেন বিএনপি নেতা ও দলীয় প্রার্থী আবু সুফিয়ান। লিখিত বক্তব্যে তিনি বলেন, উপনির্বাচনে আওয়ামী লীগ, প্রশাসন ও দলীয় সন্ত্রাসীদের ব্যবহার করে তথাকথিত ইভিএমের মাধ্যমে ডিজিটাল জালিয়াতি করেছে। এতে আবারও প্রমাণ হয়েছে, ইভিএমের মাধ্যমে ভোট ডাকাতি করা যায়। এটি মধ্যরাতের নির্বাচনের মতো আরেকটি কৌশল। এত সব অভিযোগ-অনুযোগের পরও বিএনপি নেতারা মনে করছেনÑসম্প্রতি অনুষ্ঠিত এই নির্বাচনে অংশগ্রহণ করায় বিএনপির অনেক প্রাপ্তি ঘটেছে। বিএনপির প্রার্থী আবু সুফিয়ান বলেন, নির্বাচনে ইভিএম ব্যবহার করে কীভাবে ভোট কারচুপি করা যায় তা আবারও দেশের জনগণ জানতে পেরেছে এবং আওয়ামী সন্ত্রাসীরা ভোট কেন্দ্র দখল করে একতরফা ভোট গ্রহণ করে যে ন্যক্কারজনক ভূমিকা পালন করেছে তাও দেশের মানুষ প্রত্যক্ষ করেছে। পাশাপাশি নির্বাচন কমিশন ও প্রশাসনিক কর্মকর্তাদের পক্ষপাতিত্বমূলক আচরণও প্রশ্নবিদ্ধ হয়েছে- এসব আমাদের প্রাপ্তি বলে মনে করছি।
শিরোনাম
- ওষুধের আগ্রাসী বিপণনে ভোক্তা অধিকার লঙ্ঘন
- রোনালদোকে ছাড়াই আল-নাসরের গোল উৎসব
- আজ ঢাকার বাতাসের মান কেমন?
- অস্ট্রেলিয়া সিরিজে নেই স্যান্টনার, দায়িত্বে ব্রেসওয়েল
- নতুন অ্যালবামে প্রকাশ করে যুক্তরাষ্ট্রে যাবে অর্থহীন
- শেষ মুহূর্তের নাটকীয় গোলে অ্যাতলেটিকোকে হারাল লিভারপুল
- কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন
- রাজধানীতে বহুতল ভবনের ছাদ থেকে পড়ে বৃদ্ধ নিহত
- রাজধানী ঢাকায় আজ যেসব কর্মসূচি
- যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে ৩ পুলিশ কর্মকর্তা নিহত
- আমিরাতকে হারিয়ে শেষ চারে ভারতের সঙ্গী পাকিস্তান
- গাজা নগরীতে দুই দিনে দেড় শতাধিক হামলা ইসরায়েলের
- গাজাবাসীকে ফের জোরপূর্বক উচ্ছেদের নিন্দায় পোপ
- স্বর্ণের দাম কমেছে
- ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব ইউরোপিয়ান ইউনিয়নের
- ছাত্র সংসদ আর জাতীয় নির্বাচন এক নয় : টুকু
- যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কেনা বন্ধ করলো কলম্বিয়া
- রেমিট্যান্স প্রবাহে ২৮.৫ শতাংশ প্রবৃদ্ধি
- বিশ্ব বাণিজ্যে রূপান্তর ঘটাবে কৃত্রিম বুদ্ধিমত্তা : বিশ্ব বাণিজ্য সংস্থা
- আবারও রিজার্ভ ৩১ বিলিয়ন ডলার ছাড়াল
লাভ- লোকসানের হিসাব মেলাচ্ছে চট্টগ্রাম বিএনপি
উপনির্বাচনে পরাজয়
ফারুক তাহের, চট্টগ্রাম
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর