সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

সবাই ম্যানেজ! বীরদর্পে চার শতাধিক অবৈধ ইটভাটা

৪১৮ ইটভাটার মধ্যে বৈধ মাত্র ৩৫

মুহাম্মদ সেলিম, চট্টগ্রাম

চট্টগ্রামে অবৈধভাবে গড়ে উঠেছে চার শতাধিক ইটভাটা। এসব ইটভাটায় নেই পরিবেশ ছাড়পত্র, পরিবেশবান্ধব প্রযুক্তি। এমনকি সরকারি বিধিনিষেধ অমান্য করে অনেকটা ওপেন সিক্রেটভাবে জ্বালানো হচ্ছে কয়লার বদলে গাছ।

অবৈধ এসব ইটভাটার বিরুদ্ধে যাদের ব্যবস্থা নেওয়ার কথা সেই পরিবেশ অধিদফতর ও স্থানীয় প্রশাসনের দিকেই উঠছে অভিযোগের তীর। অভিযোগ রয়েছে, অবৈধ এসব ইটভাটা সচল রাখতে দমনের বদলে উল্টো সহায়কের ভূমিকা পালন করেন তদারকি ও নিয়ন্ত্রণ সংস্থা। এর বিনিময়ে নেন মোটা অঙ্কের উৎকোচ। শুধু প্রশাসন নয়, অবৈধ এসব ইটভাটার টাকা যায় স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে প্রভাবশালী রাজনীতিবিদদের পকেটে। নাম প্রকাশ না করার শর্তে ইটভাটা মালিক সমিতির এক নেতা বলেন, সব পক্ষকে ম্যানেজ করেই ইটভাটা চালাতে হয়। অবৈধ এ অজুহাতে ইটভাটার মালিকদের কাছ থেকে পরিবেশ অধিদফতর থেকে শুরু করে স্থানীয় প্রশাসন সবাই টাকা নেয়। বাদ যান না জনপ্রতিনিধি থেকে শুরু করে স্থানীয় নেতারাও। নাম প্রকাশ না করার শর্তে পরিবেশ অধিদফতরের এক কর্মকর্তা বলেন, অবৈধ সব ইটভাটা চাইলেই বন্ধ করা যায়। কিন্তু যখন অভিযান পরিচালনা করা হয় তখন বাধা হয়ে দাঁড়ায় স্থানীয় জনপ্রতিনিধিরা। এমনকি অভিযান চালাতে গিয়ে প্রভাবশালী রাজনীতিবিদের কাছ থেকে হুমকিও আসে নিয়মিত। পরিবেশ অধিদফতরের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জেম হোসাইন বলেন, ‘অবৈধ ইটভাটাগুলোর বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা হয়। অভিযানে তাদের জরিমানাও করা হয়।’ জানা যায়, চট্টগ্রামের জেলা প্রশাসন ও পরিবেশ অধিদফতরের হিসাব অনুযায়ী চট্টগ্রামে ইটভাটা রয়েছে ৪১৮টি। যার মধ্যে মাত্র ৩৫টি ইটভাটার অনুমোদন রয়েছে। বাকিগুলো অবৈধভাবেই ইট উৎপাদন করছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর