মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২০ ০০:০০ টা

প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক সুপ্রিম কোর্ট বার নেতাদের

নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাস থেকে রক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে প্রধান বিচারপতিকে পরামর্শ দিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (সুপ্রিম কোর্ট বার) সভাপতি ও সম্পাদক। গতকাল প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সঙ্গে তাঁর খাস কামরায় সাক্ষাৎ করে এ পরামর্শ দেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম আমিন উদ্দিন ও সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

পরে আইনজীবী সমিতির সভাপতি এ এম আমিন উদ্দিন বলেন, ‘প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করেছি। বর্তমান পরিস্থিতিতে কীভাবে করোনা থেকে আমরা আইনজীবীসহ সবাই মুক্ত থাকতে পারি সেজন্য সার্বিক বিষয়ে কথা হয়েছে। এ সপ্তাহে প্রধান বিচারপতি অন্য বিচারপতিদের সঙ্গে বসবেন, বসে তিনি সিদ্ধান্ত নেবেন।’ প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাতের আগে আইনজীবী সমিতির সভাপতি এ এম আমিন উদ্দিন সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ, সাবেক অ্যাটর্নি জেনারেল এ এফ হাসান আরিফ, বারের সাবেক সভাপতি এ জে মোহাম্মদ আলীসহ সিনিয়রদের পরামর্শ নিয়েছেন।

এর আগে রবিবার বর্তমান পরিস্থিতি নিয়ে প্রধান বিচারপতির কাছে অভিমত তুলে ধরেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তার পরই সাক্ষাৎ করেন আইনমন্ত্রী আনিসুল হক।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর