বুধবার, ২৫ মার্চ, ২০২০ ০০:০০ টা

নার্সিং স্টাফের দাপটে তটস্থ সহকর্মীরা

নিজস্ব প্রতিবেদক

বিনা অনুমতিতে টকশো’তে অংশ নিয়ে অসত্য তথ্য উপস্থাপনের পরও অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতর। ঘটনার সাত মাস পরও মন্ত্রণালয়ের চাহিদা অনুযায়ী অধিদফতর কোনো ব্যবস্থা নেয়নি। ফলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অভিযুক্ত সেই সিনিয়র স্টাফ নার্স ইকবাল আহম্মেদ সবুজের দাপটে এখন তটস্থ তার সহকর্মীরা।

গত বছর ৫ আগষ্ট স্বাস্থ্য মন্ত্রণালয় নার্সিং অধিদফতরের তৎকালীন ডিজিকে নার্স সবুজের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেয়। তবে নির্দেশ পেয়েও কোনো পদক্ষেপ না নেওয়ায় তৎকালীন ডিজি আলম আরা বেগমের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। এ সংক্রান্ত তদন্ত প্রতিবেদনে বলা হয়, ইকবাল হোসেন সবুজ বিনা অনুমতিতে একটি গণমাধ্যমের টকশো’তে অংশ নিয়ে মন্ত্রণালয়ের বিভিন্ন বিষয়ে অসত্য ও বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করেন। তার এহেন কর্মকা  সরকারি কর্মচারী আইন-১৯৭১-র সম্পূর্ণ পরিপন্থি। এ বিষয়ে নার্সিং অধিদফতরের ভারপ্রাপ্ত মহাপরিচালক আব্দুল হাই বলেন, আমি এ বিষয়ে অবগত নই। খোঁজ নেওয়ার পর এ বিষয়ে মন্তব্য করা যাবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর