সোমবার, ৪ মে, ২০২০ ০০:০০ টা

সিআইডির প্রধান হলেন ব্যারিস্টার মাহবুব

অতিরিক্ত মহাপরিদর্শক ইব্রাহীম ফাতেমীসহ আরও চারজন

নিজস্ব প্রতিবেদক

সিআইডির প্রধান হলেন ব্যারিস্টার মাহবুব

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান হলেন পুলিশের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক ব্যারিস্টার মাহবুবুর রহমান। গতকাল রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার এক প্রজ্ঞাপনে হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক ব্যারিস্টার মাহবুবুর রহমানকে সিআইডির প্রধান হিসেবে পদায়ন করা হয়। একই প্রজ্ঞাপনে চারজন উপমহাপরিদর্শককে অতিরিক্ত মহাপরিদর্শক (চলতি দায়িত্ব) হিসেবে পদোন্নতি দিয়ে পদায়ন করা হয়েছে।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে পুলিশ স্টাফ কলেজের উপ-পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ ইব্রাহীম ফাতেমীকে পুলিশ সদর দফতরের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (চলতি দায়িত্ব), পুলিশ সদর দফতরের উপ-পুলিশ মহাপরিদর্শক এস এম রুহুল আমিনকে পুলিশ সদর দফতরের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (চলতি দায়িত্ব), ট্যুরিস্ট পুলিশের উপ-পুলিশ মহাপরিদর্শক মল্লিক ফখরুল ইসলামকে হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (চলতি দায়িত্ব) ও সিলেট রেঞ্জ কার্যালয়ের উপ-পুলিশ মহাপরিদর্শক মো. কামরুল আহসানকে অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (চলতি দায়িত্ব) হিসেবে পদায়ন করা হয়েছে। ব্যারিস্টার মাহবুব সম্প্রতি র‌্যাব মহাপরিচালক হিসেবে নিযুক্ত চৌধুরী আবদুল্লাহ আল মামুনের স্থলাভিষিক্ত হলেন। এর আগে তিনি পুলিশ সদর দফতরের ডিআইজি অপারেশন্স, রাজশাহী মহানগর পুলিশ কমিশনার, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। ইব্রাহীম ফাতেমী এর আগে পুলিশ স্টাফ কলেজের ডিআইজি, ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার, যুগ্ম কমিশনার, ঢাকা ও মুন্সীগঞ্জের পুলিশ সুপারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর