মঙ্গলবার, ১৯ মে, ২০২০ ০০:০০ টা

ঈদের আনন্দ ভাগ করে নেওয়ার আহ্বান শিল্প প্রতিমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

অসহায় মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নেওয়ার জন্য বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। তিনি বলেছেন, ঈদ উপলক্ষে গরিব অসহায়দের সহযোগিতা করার জন্য পবিত্র কোরআন ও হাদিসে নির্দেশ দেওয়া হয়েছে। দুস্থ মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়ালে ঈদের আনন্দ পূর্ণতা পায়। গতকাল রাজধানীর মিরপুর ১৩ নম্বরে হাজী আলী হোসেন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দুস্থ ও গরিবদের মাঝে ঈদ উপহার বিতরণকালে তিনি এ আহ্বান জানান। তার ব্যক্তিগত পক্ষ থেকে মিরপুরের দুস্থ-গরিব-অসহায় আড়াই হাজার পরিবারের মাঝে ঈদের উপহারসামগ্রী বিতরণ করা হয়। উপহার হিসেবে প্রত্যেক পরিবারকে চাল, ডাল, আটা, আলু, সেমাই, চিনি, শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়। ঈদের আগ পর্যন্ত উপহারসামগ্রী বিতরণ অব্যাহত থাকবে বলে তিনি জানান।

প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্মহীন দরিদ্র মানুষের হাতে মোবাইল ব্যাংকিংয়ের সাহায্যে সরাসরি নগদ সহায়তা পৌঁছে দিয়েছেন। এই সংকটকালে ৫০ লাখ দরিদ্র পরিবারের প্রত্যেক পরিবার নগদ আড়াই হাজার টাকা হাতে পেয়ে অত্যন্ত আনন্দিত। তিনি বলেন, করোনা পরিস্থিতি  মোকাবিলায় সরকার সবসময় জনগণের পাশে আছে। করোনার চিকিৎসা সুবিধা সম্প্রসারণের পাশাপাশি কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের খাদ্য নিশ্চিত করার জন্য দেশজুড়ে মানবিক সহায়তা কার্যক্রম জোরদার করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর